TRENDING:

Money Making Ideas: চা বাগানে কমলা লেবুর চাষ ! নতুন আয়ের দিশা দেখাচ্ছেন স্থানীয়রা

Last Updated:

Money Making Ideas: ফাজে বস্তিতে চা বাগানের সবুজে এখন দেখা মিলছে কমলালেবু। আর এই কমলার আঁকিবুকি দেখতে বহু মানুষ আসছেন এই গ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : কমলা লেবু মানেই দার্জিলিং কিংবা সিটং এর কমলালেবুর কথাই জানি। তবে শিলিগুড়ি থেকে খানিকটা দূরে এই গ্রামে চা বাগানের মধ্যেই কমলালেবুর চাষ করে নতুন আয়ের দিশা দেখাচ্ছেন ভরত রানা । গত বছর চা বাগানে চাষ হওয়া কমলালেবু আনন্দে বিলি করেছিলেন স্বজনদের, পড়শিদের, চেনাজানাদের। বাকি যা ছিল, পাইকাররা এসে নিয়ে গিয়েছিলেন। তবে এবার কিন্তু গাছে ফল আসতেই বাগানে ঘোরাঘুরি শুরু হয়ে গেছে পাইকারদের। আর তিনিও এ বার পুরোপুরি পেশাদার কমলা লেবু চাষি। বাজারের চাহিদা আর গতিপ্রকৃতি বুঝে নিচ্ছেন তিনি।
advertisement

কার্শিয়াং এর সেপোয় ধুরা থেকে মাত্র তিন কিলোমিটার নিচে ফাজে বস্তিতে চা বাগানের সবুজে এখন দেখা মিলছে কমলা লেবু। আর এই কমলার আঁকিবুকি দেখতে বহু মানুষ আসছেন এই গ্রামে। সাধারণভাবে নভেম্বর মাসে লাস্ট ফ্লাশ এর পর থেকে চা বাগানে শুরু হয় লিন পিরিয়ড। এই সময় আর চা পাতা হয় না। ডিসেম্বর শুরুর পর বাগানে শুরু হয় চা গাছ ছেঁটে ফেলার কাজ। ফলে মার্চ মাস পর্যন্ত চা বাগান থেকে আয় হয় না তেমন। এই সময়ে বিকল্প আয়ের দিশা খুঁজতেই শেড-ট্রি হিসেবে কমলা লেবুর চাষের ভাবনা মাথায় এসেছিল বলে জানিয়েছিলেন ভরতবাবু। সেই ভাবনাই এখন দিশা দেখাচ্ছে অন্যদেরও।

advertisement

আরও পড়ুন: সোনার দামে বদল ! দেখে নিন কলকাতায় ১ ভরির দাম কত হল

ভরত বাবু বলেন, “এবার কমলার ফলন দারুন হয়েছে । আমার বাগানের কমলার স্বাদ ও গন্ধ দার্জিলিংয়ের কমলার চেয়ে কোনও অংশে কম নয়। আগে এই গ্রামে কমলা হত না। বিগত পাঁচ ছয় বছর ধরে আমাদের গ্রামেও কমলার ফলন হচ্ছে।”

advertisement

আরও পড়ুন: ‘Lakh’ না ‘Lac’ কোনটা সঠিক ? Lac লিখলে চেক কি বাতিল হয়ে যাবে ?

তিনি আরও জানান, বর্তমানে আমার বাগানে প্রায় ৭০ টি কমলার গাছ রয়েছে। দারুন ফল হচ্ছে । বিক্রিও ভাল হচ্ছে। তাকে দেখে গ্রামের আরও কিছু লোকেরাও কমলা ফলাতে আগ্রহী হয়েছে। এই কমলার ফলন এখন আয়ের দিশা দেখাচ্ছে ফাজে বস্তির স্থানীয়দের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপ্তি, রিচাদের উত্থান বাংলার এই অ্যাকাডেমি থেকে! হাওড়ায় অনুশীলন বিশ্বজয়ীদের
আরও দেখুন

অনির্বাণ রায় ।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: চা বাগানে কমলা লেবুর চাষ ! নতুন আয়ের দিশা দেখাচ্ছেন স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল