গত বছরের নভেম্বরে ভারতে এসেছিলেন ল্যারি ফিঙ্ক। ভারতীয়দের সোনায় বিনিয়োগ করার প্রবণতা নিয়ে দেশের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলেন তিনি। ল্যারি ফিঙ্ক জানিয়েছেন, ভারতের নীতি নির্ধারকরাও এই নিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন।
advertisement
ল্যারি ফিঙ্ক বলছেন, সোনা অর্থনৈতিক গুণক নয়। সিন্দুকে পড়ে থাকে। হ্যাঁ, এটা নিরাপদ বিনিয়োগ মাধ্যম। কিন্তু সোনায় বিনিয়োগ করলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় না। সহজ কথায়, সোনায় টাকা ঢেলে বিনিয়োগকারী হয়তো সামান্য লাভ পাবেন, কিন্তু দেশের লাভ কিছু হবে না। অর্থনীতি যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে। ল্যারি ফিঙ্কের মতে, সোনায় বিনিয়োগ করার চেয়ে বাড়ি কেনা বা ব্যাঙ্কে টাকা রাখা ভাল বিকল্প।
কেন বাড়িতে বা ব্যাঙ্কে টাকা জমা করা ভাল: ল্যারি ফিঙ্ক বলছেন, বাড়িতে বিনিয়োগ করলে দেশের অর্থনীতির লাভ হয়। কারণ এটা অর্থনৈতিক গুণক। এর বিস্তারিত ব্যাখ্যাও করেন তিনি। ল্যারির কথায়, কোনও ব্যক্তি বাড়ি কিনলে সেটাকে সাজানোর জন্য টাকা খরচ করবেন। কিংবা বাড়ি মেরামতির জন্যও খরচ হবে। তিনি বলেন, এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হচ্ছে। এর অনেক মানুষ এর সঙ্গে যুক্ত হচ্ছে। লেনদেন হচ্ছে। এমনকী তাঁর মতে, ব্যাঙ্কে টাকা জমা রাখলেও অর্থনৈতিক কার্যকলাপ তৈরি হয়। কারণ ব্যাঙ্ক সেই টাকা বন্ধক দেওয়ার জন্য ব্যবহার করে।
আমেরিকায় অবসর তহবিলের সঙ্কট: ল্যারি ফিঙ্ক বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে অবসর তহবিলের সঙ্কট তৈরি হয়েছে। আর এই সঙ্কটের জন্য তিনি ভারতীয়দের সোনায় বিনিয়োগকে দায়ী করেছেন। তাঁর দাবি, ভারত ও জাপানকে বিনিয়োগের জন্য সোনার পাশাপাশি অন্যান্য ক্ষেত্র খুঁজে বের করতে হবে। ফিঙ্কের মতে, আজ জাপানের বেশিরভাগ ব্যাঙ্ক এই কাজ করে। তিনি বলেন, ভারতে স্টক মার্কেটের চেয়ে খারাপ পারফর্ম করছে কমোডিটি মার্কেট।