২২ বছরের কেরিয়ারে মাত্র ১টি হিন্দি ছবি, ফ্লপেই আটকে থাকলেও এখনও পারিশ্রমিক নায়িকার কোটি টাকারও উপরে!
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
সফল কেরিয়ার সত্ত্বেও, এই অভিনেত্রী শুধুমাত্র একটিমাত্র হিন্দি ছবি করেছেন এবং তারপর বলিউডে আর কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
বলিউডের বিখ্যাত অভিনেত্রী কৃতি শ্যানন, কিয়ারা আদবানি, তাপসী পান্নু সহ আরও অনেক অভিনেত্রীরা দক্ষিণী ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছেন। এঁদের মধ্যে অনেকেই এখন বলিউডের তারকা অভিনেত্রীর জায়গায় পৌঁছে গিয়েছেন। তবে এমন কিছু অভিনেত্রী আছেন যাঁরা বলিউডে সুযোগ পেয়েও তেমন বিশেষ কিছু করতে পারেননি, ফলে তাঁদের নিজেদের আঞ্চলিক সিনেমাতেই সীমাবদ্ধ থাকতে হয়েছে।
advertisement
এই সকল অভিনেত্রীরাই তামিল, তেলেগু, কন্নড় ছবিতে কাজ করেছেন। আজ আমরা যাঁর কথা বলছি তিনিও দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন তারকা অভিনেত্রী। তাঁর চলচ্চিত্র জগতে কেরিয়ার আজ দুই দশকেরও বেশি সময় অতিবাহিত করেছে। তিনি দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় প্রতিটি বড় অভিনেতার সঙ্গে কাজ করেছেন এবং তাঁর বিশাল ফ্যান ফলোয়িংও রয়েছে।
advertisement
advertisement
'খাট্টা মিঠা' ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা গিয়েছিল তৃষাকে। এই কমেডি-ড্রামার পরিচালনা করেছেন প্রিয়দর্শন। অনেক প্রচার সত্ত্বেও, ছবিটি বক্স অফিসে মেগাফ্লপ প্রমাণিত হয়। এরপর তৃষা সিদ্ধান্ত নেন বলিউডে তিনি আর কাজ করবেন না। তৃষা কৃষ্ণনকে একবার বলিউডে কাজ না করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জবাবে বলেন, "তখন, আমি মুম্বইতে নতুন করে জীবন শুরু করার জন্য প্রস্তুত ছিলাম না, কেন না এতে আমাকে অনেক কিছু পিছনে ফেলে নতুন করে কেরিয়ার শুরু করতে হত।"
advertisement
তৃষা কৃষ্ণন ১৯৯৯ সালের তামিল রোম্যান্টিক ছবিতে একটি ছোট সহায়ক ভূমিকায় অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর প্রথম ছবি 'মৌনম পেশিয়াদে' তিনি মূল ভূমিকায় ছিলেন। তারপর থেকে তৃষাকে আর পিছন দিকে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তৃষা কৃষ্ণন তাঁর কেরিয়ারের শীর্ষে রয়েছেন। তাঁকে শেষ দেখা যায় তালাপতি বিজয়ের সঙ্গে 'লিও' ছবিতে অভিনয় করতে। আগামী দিনে তাঁকে 'বিদা মুয়ারচি', 'রাম', 'ঠাগ লাইফ' এবং 'বিশ্বম্ভরা' সহ আরও নানা ছবিতে দেখা যাবে।
advertisement