TRENDING:

৬দিনে টাকা ডবল! দেখে নিন কী করে সম্ভব হল

Last Updated:

লাগাতার কমেছে সংস্থার লোকসান, বেড়েছে প্রফিট-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টাটা গ্রুপের সংস্থা TRF লিমিটেডের শেয়ারের গত ৬টি ট্রেডিং সেশন থেকে লাগাতার বৃদ্ধি দেখা গিয়েছে ৷ এখনও পর্যন্ত এই স্টকে প্রায় ১০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে ৷ এর জেরে গত ৬ বছরের তুলনায় সবচেয়ে উচ্চস্তরে পৌঁছে গিয়েছে শেয়ারের রিটার্ন ৷ জুলাই ২০১৬-এ এই স্টকের দাম ছিল ৩৪০.৫৫ টাকা ৷ ৫ শতাংশের বৃদ্ধির জেরে এদিন শেয়ারের দাম ফের ৩৪০.৫৫ টাকা হয়ে গিয়েছে ৷
advertisement

TRF লিমিটেডের শেয়ার অগাস্ট থেকে এখন পর্যন্ত ১৭২ শতাংশ থেকে বেড়ে গিয়েছে ৷ ক্রেডিট রেটিং ফার্ম CARE সম্প্রতি লম্বা সময়ের জন্য টিআরএফ-এর শেয়ারের নেগেটিভ থেকে স্টেবল রেটিং দিয়েছে ৷ টিআরএফ-এর প্রোমোটার টাটা স্টিল জুনে সংস্থার ওয়ার্কিং ক্যাপিটল নিয়ে ১৬৫ কোটি টাকার বিনিয়োগ করেছিল ৷

আরও পড়ুন: কিষাণ ক্রেডিট কার্ডের ডিজিটালাইজেশন শুরু করেছে সরকার! সস্তায় ঋণ পাবেন কৃষকরা!

advertisement

লাগাতার কমেছে সংস্থার লোকসান, বেড়েছে প্রফিট-

এক্সচেঞ্জ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, টাটা স্টিলের কাছে TRF-এর ১৬.৫ কোটি শেয়ার রয়েছে এবং সংস্থার মোট অংশীদারিত্ব ১২.১৭ শতাংশ ৷ ক্রেডিট রেটিং ভাল হওয়ায় এবং প্রোমোটার থেকে বিনিয়োগের পর সংস্থার শেয়ারে ফের গতি বেড়েছে ৷ এছাড়া এই সংস্থার লাগাতার ২ বছর ধরে ক্যাশ লস অনেকটাই কমেছে ৷ এর জন্য CARE অর্থবর্ষ ২৩-এর জন্য সংস্থা তাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ রেখেছে ৷

advertisement

আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটেও ফাঁদ পাতছে প্রতারকরা! রইল তা থেকে বাঁচার উপায়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মার্কেট বিশেষজ্ঞরা জানিয়েছেন, টিআরএফ লিমিটেডের অপারেটিং প্রফিট ও টাটা স্টিল এবং অন্য কম্পানি থেকে পাওয়া কাজের জেরে অর্ডার মজবুত হয়েছে এবং এর সুবিধা সংস্থা পাচ্ছে ৷ এই সংস্থা প্রায় ৭৫ শতাংশ অর্ডার টাটা স্টিল থেকে পেয়েছে ৷ অন্যদিকে, ৩৬৩ কোটি থেকে ২৫ শতাংশ অর্ডার অন্য সংস্থা থেকে পেয়েছে ৷ অর্থবর্ষ ২০২২-এ সংস্থার মোট অপারেটিং প্রফিট বার্ষিক হিসেবে ২৫ শতাংশ থেকে বেড়ে ১৪৭.৯৪ কোটি টাকা হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৬দিনে টাকা ডবল! দেখে নিন কী করে সম্ভব হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল