TRENDING:

7th Pay Commission: DA Hike সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট খুশির খবর! বেতন বৃদ্ধির বিস্তারিত তথ্য

Last Updated:

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অত্যন্ত বড় খবর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অত্যন্ত বড় খবর আসতে চলেছে ৷ কেননা অগাস্ট মাসে বাম্পার ডিএ-তে বৃদ্ধি হতে পারে ৷ কেননা কেন্দ্রীয় সরকারে জুনের AICPI-এর সূচক প্রকাশ করেছে ৷ কেননা AICPI-এর সূচক জুন মাসে ১২৯ ছিল সেটি দাঁড়িয়েছে ১২৯.২ ৷ বিগত কিছু মাস ধরেই AICPI-এর সূচক বাড়ছে এর থেকে একটি কথা বলা যায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ কমপক্ষে ৪ শতাংশ বাড়বে ৷
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

এর আগে মে মাসের AICPI-এর সূচক দেখে মোদি সরকারের কর্মীদের মন ভরে গিয়েছিল ৷ ফেব্রুয়ারির পর থেকে AICPI -এর সূচক এমনই বেড়েছে যে মে মাসের পর সবাই নিশ্চিত হয়ে গিয়েছিলেন AICPI-এর সূচক জুন মাসে বৃদ্ধিপ্রাপ্ত হবে ৷ তাই আশা করা হচ্ছে ডিএ কম করে ৪ শতাংশ বৃদ্ধি পাবে ৷ এপ্রিলের পরে মে মাসে ১.৩ পয়েন্ট বৃদ্ধি পাবে ৷ ১২৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল সেই সূচক বেড়ে ১২৯.২ শতাংশ হয়েছে ৷ জানুয়ারি ২০২২ AICPI-এর সূচক ১২৫.১ ছিল ৷ এরপরে এই সূচক বৃদ্ধি পেয়ে ১২৯ পয়েন্ট হয়েছে ৷ যেখানে জুনের সূচক ১২৯.২ হয়েছে ৷

advertisement

এর আগে ফেব্রুয়ারির সঙ্গে তুলনা করা যায় সেক্ষেত্রে বলা যেতে পারে ১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১২৬ হয়েছে ৷ এখানেই শেষ নয় এপ্রিলে পয়েন্ট ১.৭ বেড়েছে যা বেড়ে ১২৭.৭ পৌঁছেছে ৷ মে মাসে যেখানে AICPI-এর সূচকে ফের বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সূচক ১.৩ শতাংশ বেড়ে ১২৯ এ পৌঁছেছে ৷ জুন মাসে সূচকে ০.২ পয়েন্ট বেড়েছে ৷ সেটি দাঁড়িয়েছে ১২৯.২ পয়েন্ট ৷ যদি ডিএ ৪ শতাংশ বৃদ্ধি পায় সেক্ষেত্রে মোট ডিএ শতাংশ ৩৮ শতাংশ হবে ৷ এই মুহূর্তে ৩৪ শতাংশ করে ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে ন্যূনতম ও সর্বাধিক স্যালারির নিরিখে কতখানি বাড়ছে দেখে নেওয়া যাক ৷ সর্বাধিক বেসিক স্যালারি সম্পন্ন কর্মচারীদের ক্ষেত্রে কতখানি ৫৬,৯০০ বেতন বাড়ছে ৷

advertisement

আরও পড়ুন: West Bengal News: পার্থ-পর্বের কোনও প্রভাবই নেই, বিজেপি-সিপিআইএম ভেঙে তৃণমূলে বিরাট যোগদান

আরও পড়ুন: West Bengal Lottery Result 2022: ৬ টাকায় ৫০ লাখ! রবিবারের ডিয়ার বঙ্গশ্রী ইছামতী লটারির টিকিটে সুবর্ণ সুযোগ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নতুন মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ ২১,৬২২ টাকা প্রতি মাসে, এখনও মহার্ঘ ভাতা ১৯,৩৪৬ টাকা প্রতি মাসে ৷ কতখানি বাড়বে মহার্ঘ ভাতা ২১,৬২২-১৯,৩৪৬ = ২,২৬০ টাকা প্রতি মাসে ৷ বার্ষিক বেতন বৃদ্ধি পাবে ২,২৬০X১২=২৭,১২০ টাকা ৷ ন্যূনতম ১৮,০০০ টাকা, নতুন মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ ৬,৮৪০ টাকা, ৩৪ শতাংশ ৬,১২০ প্রতি মাসে বৃদ্ধি পাবে ৷ কতখানি মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে ৬,৮৪০-৬,১২০ টাকা = ১,০৮০ টাকা প্রতি মাসে ৷ বার্ষিক বেতন বৃদ্ধি পাবে ৭২০X১২=৮,৬৪০ টাকা হয়েছে ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা AICPI সূচক এর অন্তর্গত বলে মনে হয় ৷ All India Consumer Price Index (AICPI) লেবার মিনিস্ট্রি বা শ্রমমন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত করা হয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: DA Hike সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট খুশির খবর! বেতন বৃদ্ধির বিস্তারিত তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল