TRENDING:

Plywood Door Making: জলের দরে সস্তা, হচ্ছে বিরাট লাভ! কয়েক ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে আধুনিক ডিজাইনের দরজা

Last Updated:

Plywood Door Making: দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে তৈরি হচ্ছে একের পর এক প্লাইয়ের দরজা। যা মধ্যবিত্তদের হাতের নাগালের মধ্যে এবং বাণিজ্যিক ভাবে লাভবান হচ্ছে এই ধরনের ছোট ছোট ব্যবসায়ীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: কাঠের দরজা বাড়ির সৌন্দর্যের জন্য অনেকেই লাগায়। তবে কাঠের দাম যেভাবে হু হু করে বাড়ছে তাতে মধ্যবিত্ত পরিবারে মাথায় হাত পড়ে যাচ্ছে কাঠের দরজা বানাতে। আর এখন কাঠের দরজা থেকে আরও ভাল এবং আরও মজবুত এবং বাণিজ্যিক ভাবে লাভবান হচ্ছে এই প্লাই-এর দরজা।
advertisement

আর এখন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে তৈরি হচ্ছে একের পর এক প্লাইয়ের দরজা। যা মধ্যবিত্তদের হাতের নাগালের মধ্যে এবং বাণিজ্যিক ভাবে লাভবান হচ্ছে এই ধরনের ছোট ছোট ব্যবসায়ীরা। কম দামে সুন্দর ডিজাইনের নকশা হাতে পেয়ে যাচ্ছে সাধারণ মানুষ।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

advertisement

যেখানে একটি কাঠের দরজা বানাতে ১৪০০০ থেকে ১৫০০০ টাকা দাম পড়ে যায়। বিশেষ করে শাল সেগুনের ধারে গাছে এখন মানুষ ঘেষতে পারবে না। তবে শাল সেগুন নয় প্লাইয়ের দরজাতে ডিজাইনে মিলে যাচ্ছে শাল সেগুনের নকশা। আর সেখানে একটি প্লাইয়ের দরজা কাঠের থেকেআরও বেশি সৌন্দর্য এবং দাম অর্ধেকেরও কম। যেখানে একটা দরজা তৈরি হতে ১০ থেকে ১৫ দিন সময় লেগে যায়। আর এখানে একটি প্লাইয়ের দরজা কয়েক ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের নকশায়।

advertisement

View More

শুধুমাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা আর তার মধ্যে আপনার চোখের সামনে যে কোনও ডিজাইনের দরজা তৈরি হয়ে যাচ্ছে সে আপনার নিজের ছবি ও হতে পারে তাছাড়াও আপনার পছন্দসই যে কোনও ডিজাইন কয়েক ঘণ্টার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। আর চাহিদা বেশি থাকায় জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে এই কারিগরেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Plywood Door Making: জলের দরে সস্তা, হচ্ছে বিরাট লাভ! কয়েক ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে আধুনিক ডিজাইনের দরজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল