আর এখন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে তৈরি হচ্ছে একের পর এক প্লাইয়ের দরজা। যা মধ্যবিত্তদের হাতের নাগালের মধ্যে এবং বাণিজ্যিক ভাবে লাভবান হচ্ছে এই ধরনের ছোট ছোট ব্যবসায়ীরা। কম দামে সুন্দর ডিজাইনের নকশা হাতে পেয়ে যাচ্ছে সাধারণ মানুষ।
advertisement
যেখানে একটি কাঠের দরজা বানাতে ১৪০০০ থেকে ১৫০০০ টাকা দাম পড়ে যায়। বিশেষ করে শাল সেগুনের ধারে গাছে এখন মানুষ ঘেষতে পারবে না। তবে শাল সেগুন নয় প্লাইয়ের দরজাতে ডিজাইনে মিলে যাচ্ছে শাল সেগুনের নকশা। আর সেখানে একটি প্লাইয়ের দরজা কাঠের থেকেআরও বেশি সৌন্দর্য এবং দাম অর্ধেকেরও কম। যেখানে একটা দরজা তৈরি হতে ১০ থেকে ১৫ দিন সময় লেগে যায়। আর এখানে একটি প্লাইয়ের দরজা কয়েক ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের নকশায়।
শুধুমাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা আর তার মধ্যে আপনার চোখের সামনে যে কোনও ডিজাইনের দরজা তৈরি হয়ে যাচ্ছে সে আপনার নিজের ছবি ও হতে পারে তাছাড়াও আপনার পছন্দসই যে কোনও ডিজাইন কয়েক ঘণ্টার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। আর চাহিদা বেশি থাকায় জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে এই কারিগরেরা।
সুমন সাহা