একা জ্বালানিতে রক্ষে নেই। এবার ওষুধ দোসর। সাধারণ মানুষের উপর ফের বড়সড় ধাক্কা। পয়লা এপ্রিল থেকে প্রায় আটশো ওষুধের দামও বাড়তে চলেছে। ওষুধগুলির মধ্যে রয়েছে সাধারণ জ্বর-ব্যথার দাওয়াই । প্যারাসিটামল থেকে শুরু করে পেট খারাপের ওষুধ এমনকী, গ্যাসের ওষুধেরও একটা বড় অংশ (Medicine Price Hike)।
আরও পড়ুন-‘‘ধন্যবাদ বাংলাদেশ...!’’ সুরের মূর্ছনায় ঢাকা মাতালেন এ আর রহমান
advertisement
জ্বর, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ইনফেকটিভ, রক্তাল্পতা, হৃদরোগ এবং ত্বকের কিছু ওষুধের দাম বাড়ছে প্যারাসিটামল থেকে শুরু করে নার্ভ, কোলেস্টোরলের ওষুধও দামি হবে ৷ প্রয়োজনীয় ওষুধের দাম সরাসরি ১০.৭৬ শতাংশ বাড়তে চলেছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ)-র বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ওষুধের দাম বাড়ায় উদ্বিগ্ন চিকিৎসকেরা। সামান্য জ্বর থেকে অ্যাসিডিটি । অ্যান্টিবায়োটিক থেকে জীবনদায়ী ওষুধ। দামের ধাক্কায় নাভিশ্বাস আম জনতা। জ্বালানির জ্বালা। আগুনে হেঁশেল। ওষুধে নাভিশ্বাস। অনিশ্চিত মধ্যবিত্ত জীবন। জ্বালানির পর এবার মহার্ঘ ওষুধ ৷ প্যারাসিটামল-সহ ৮০০ ওষুধের দাম বাড়ছে ৷ এপ্রিল থেকেই কার্যকর হবে নয়া দাম ৷
আরও পড়ুন-একসময় টম্যাটো কেচাপ বিক্রি হত ওষুধ হিসেবে, জানুন সেই বৃত্তান্ত
বেশ কিছু ওষধের দাম বেড়ে গিয়েছে এ মাস থেকেই ৷ এপ্রিল থেকে ৮০০ টি ওষুধের দাম বাড়তে চলেছে। অ্যাসিডিটির ওষুধ, গড়ে দাম ছিল ২৪ টাকা, বেড়ে হয়েছে ৩৬ টাকা ৷ নার্ভের ওষুধ সি পি কোলিন জেনেরিক দাম বেড়েছে ৷ কোলেস্টরেল ওষুধ অ্যাকেয়োধাসটেটিন দাম ছিল ২৪০ টাকা ৷ এখন তা ৩৫০ টাকা ৷