TRENDING:

Medicine Price Hike: জ্বালানির পর এবার মহার্ঘ ওষুধ, প্যারাসিটামল-সহ ৮০০ ওষুধের দাম বাড়ছে !

Last Updated:

Medicine Price Hike: প্যারাসিটামল-সহ প্রায় ৮০০ ওষুধের দাম বাড়ানোর অনুমতি দিয়েছে ন্যাশনাল ফার্মাসিটিউক্যাল প্রাইসিং অথারিটি অফ ইন্ডিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরও জ্বালা বাড়ছে মধ্যবিত্তের । এবার মহার্ঘ ওষুধ ! প্যারাসিটামল-সহ প্রায় ৮০০ ওষুধের দাম বাড়ানোর অনুমতি দিয়েছে ন্যাশনাল ফার্মাসিটিউক্যাল প্রাইসিং অথারিটি অফ ইন্ডিয়া। এপ্রিল থেকেই কার্যকর হবে নয়া দাম (Medicine Price Hike)।
ডায়াবেটিস, ব্লাড প্রেসার, হৃদযন্ত্রের সমস্যার জন্য প্রয়োজনীয় ৮৪টি ওষুধের সর্বাধিক খুচরো দাম বেঁধে দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি বা এনপিপিএ৷ এই নির্দেশ না মানলে ওষুধ নির্মাতা সংস্থাগুলিকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলেও এনপিপিএ-এর নির্দেশিকায় জানানো হয়েছে৷
ডায়াবেটিস, ব্লাড প্রেসার, হৃদযন্ত্রের সমস্যার জন্য প্রয়োজনীয় ৮৪টি ওষুধের সর্বাধিক খুচরো দাম বেঁধে দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি বা এনপিপিএ৷ এই নির্দেশ না মানলে ওষুধ নির্মাতা সংস্থাগুলিকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলেও এনপিপিএ-এর নির্দেশিকায় জানানো হয়েছে৷
advertisement

একা জ্বালানিতে রক্ষে নেই। এবার ওষুধ দোসর। সাধারণ মানুষের উপর ফের বড়সড় ধাক্কা। পয়লা এপ্রিল থেকে প্রায় আটশো ওষুধের দামও বাড়তে চলেছে। ওষুধগুলির মধ্যে রয়েছে সাধারণ জ্বর-ব্যথার দাওয়াই । প্যারাসিটামল থেকে শুরু করে পেট খারাপের ওষুধ এমনকী, গ্যাসের ওষুধেরও একটা বড় অংশ (Medicine Price Hike)।

আরও পড়ুন-‘‘ধন্যবাদ বাংলাদেশ...!’’ সুরের মূর্ছনায় ঢাকা মাতালেন এ আর রহমান

advertisement

জ্বর, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ইনফেকটিভ, রক্তাল্পতা, হৃদরোগ এবং ত্বকের কিছু ওষুধের দাম বাড়ছে প্যারাসিটামল থেকে শুরু করে নার্ভ, কোলেস্টোরলের ওষুধও দামি হবে ৷ প্রয়োজনীয় ওষুধের দাম সরাসরি ১০.৭৬ শতাংশ বাড়তে চলেছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ)-র বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ওষুধের দাম বাড়ায় উদ্বিগ্ন চিকিৎসকেরা। সামান্য জ্বর থেকে অ্যাসিডিটি । অ্যান্টিবায়োটিক থেকে জীবনদায়ী ওষুধ। দামের ধাক্কায় নাভিশ্বাস আম জনতা। জ্বালানির জ্বালা। আগুনে হেঁশেল। ওষুধে নাভিশ্বাস। অনিশ্চিত মধ্যবিত্ত জীবন। জ্বালানির পর এবার মহার্ঘ ওষুধ ৷ প্যারাসিটামল-সহ ৮০০ ওষুধের দাম বাড়ছে ৷ এপ্রিল থেকেই কার্যকর হবে নয়া দাম ৷

advertisement

আরও পড়ুন-একসময় টম্যাটো কেচাপ বিক্রি হত ওষুধ হিসেবে, জানুন সেই বৃত্তান্ত

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বেশ কিছু ওষধের দাম বেড়ে গিয়েছে এ মাস থেকেই ৷ এপ্রিল থেকে ৮০০ টি ওষুধের দাম বাড়তে চলেছে। অ্যাসিডিটির ওষুধ, গড়ে দাম ছিল ২৪ টাকা, বেড়ে হয়েছে ৩৬ টাকা ৷ নার্ভের ওষুধ সি পি কোলিন জেনেরিক দাম বেড়েছে ৷ কোলেস্টরেল ওষুধ অ্যাকেয়োধাসটেটিন দাম ছিল ২৪০ টাকা ৷ এখন তা ৩৫০ টাকা ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Medicine Price Hike: জ্বালানির পর এবার মহার্ঘ ওষুধ, প্যারাসিটামল-সহ ৮০০ ওষুধের দাম বাড়ছে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল