আপনারও কি গাড়ি কেনার কোনও পরিকল্পনা ছিল ? তাহলে শীঘ্রই এই স্বপ্নপূরণ হতে পারে ৷ কম বাজেটে ভাল মডেল বা এসইউভি কিনতে পারবেন আপনিও, একাধিক আকর্ষণীয় অফার নিয়ে হাজির মারুতি ৷
আরও পড়ুন: লকারে রাখছেন ভরি ভরি সোনা ? নিরাপদ থাকবে তো ? জেনে নিন সমস্ত খুঁটিনাটি
মারুতি সুজুকি সিয়াজ- সিয়াজ মারুতির প্রিমিয়াম মডেলগুলির মধ্যে একটি ৷ বিগত কিছু সময় ধরে মিড সাইজ সেডান সেগমেন্টে এই মডেলের বিক্রি কমে গিয়েছিল ৷ গত বছর মারুতি সিয়াজ সব মিলিয়ে ৩ লক্ষ ইউনিট বিক্রি হয়েছিল ৷ বর্তমানে এই মডেলের সমস্ত ভেরিয়েন্টে ৪৮,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে ৷ তবে নির্দিষ্ট কিছু জায়গাতেই এই অফার পাওয়া যাবে বলে জানানো হয়েছে ৷
advertisement
মারুতি সুজুকি ইগ্নিজ- মারুতি ইগ্নিজে ১০ হাজার টাকা পর্যন্ত কনজিউমার অফার এবং ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার ও ৫১০০ টাকার গ্রামীণ সহকারি অফার দেওয়া হচ্ছে ৷ ইগ্নিজের সব কটি ভেরিয়েন্ট নয় বরং নির্দিষ্ট কয়েকটি ভেরিয়েন্টে এই অফার লাগু রয়েছে ৷
আরও পড়ুন: স্বাস্থ্য বিমার ক্ষেত্রে ‘ক্যাশলেস ক্লেম’ বাছুন! এক নজরে দেখে নিন এর গুরুত্ব
মারুতি সুজুকি XL6-
মারুতি সুজুকি নির্দিষ্ট কয়েকটি জায়গায় এক্সএল৬ প্রিমিয়াম এমপিবি-র সমস্ত ভেরিয়েন্ট ৪৮০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছিল ৷ তবে সমস্ত অফার আলাদা আলাদা শহরের জন্য আলাদা হয় ৷ অফারের বিষয়ে আরও বিস্তারিত জানতে ডিলারশিপের সঙ্গে যোগাযোগ করতে হবে ৷