এই প্রসঙ্গে চিপ তৈরি ও সরবরাহ সংক্রান্ত কোম্পানি এএসএমএল হোল্ডিং এনভির সিইও পিটার ওয়েঙ্কি বুধবার এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা পুরনো ওয়াশিং মেশিন কিনছি। তারপর তার ভিতর থেকে কন্ডাক্টর বের করে তা চিপ মডিউলে ব্যবহার করা হচ্ছে। এভাবে সেমি কন্ডাক্টরের ঘাটতি মিটিয়ে সরবরাহ চালু রাখার একটা চেষ্টা চলছে’। আগামীদিনেও সেমিকন্ডাক্টরের ঘাটতি থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন ওয়েঙ্কি। তবে চাহিদার কমতি হবে না।
advertisement
আরও পড়ুন: আজ পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল না কমল ? দেখে নিন এখানে....
গত কয়েক বছর ধরে বিশ্বব্যাপী সেমি-কন্ডাকটর চিপের ঘাটতি রয়েছে। চাহিদার তুলনায় জোগান নেই। বিশেষত গাড়ি উত্পাদকরা সমস্যায় পড়ছে। চিপের অভাবে কমে যাচ্ছে উৎপাদনের সংখ্যাও। ফলে সেই ঘাটতি পূরণ করতে নানা পন্থা অবলম্বন করছে কোম্পানিগুলো। আন্তর্জাতিক বাজারে সেমি-কন্ডাকটর চিপের চাহিদা তুঙ্গে। তুলনায় উৎপাদন একেবারেই কম। ফলে সরবরাহে বড় ঘাটতি থেকে যাচ্ছে।
কোম্পানির উৎপাদন হ্রাস: সেমিকনডাক্টর চিপের উৎপাদন ঘাটতির ফলে সমস্যায় পড়েছে টেসলার মতো বিশ্বের শীর্ষ স্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থাও। তারা জানাচ্ছে, চাহিদার তুলনায় উৎপাদন হচ্ছে অল্প। ফলে সেমিকন্ডাক্টর চিপের দামও বাড়ছে হু-হু করে। এর ফলে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছে ভক্সওয়াগন। সেমিকন্ডাক্টর চিপের ব্যাপক ঘাটতির ফলে এক ধাক্কায় ১ লাখ ইউনিট উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে টাটা মোটরস। সব মিলিয়ে গাড়ি শিল্পে হাহাকার পড়ে গিয়েছে।
আরও পড়ুন: বিশাল খবর! এই দিনই পিএম কিষাণের ১১তম কিস্তির টাকা সরাসরি অ্যাকাউন্টে
বিশ্বের বৃহত্তম সেমিকন্ডাক্টর চিপের অন্যতম জোগানদার তাইওয়ানের একটি কোম্পানি। কিন্তু আশার আলো দেখাতে পারছে না তারাও। ওই কোম্পানির দাবি, ২০২২ সাল জুড়েই চিপের ঘাটতি থাকবে। কবে অবস্থার উন্নতি হতে পারে, সেই নিয়ে কোনও আলোকপাত করতে পারেনি তারা।
আরও পড়ুন: বিদেশে কেনাকাটা করতে চান কিন্তু নগদ নেওয়ার অনুমতি নেই? এই বিকল্পগুলো বেছে নিন
ব্লুমবার্গ ইন্টেলিজেন্স জানাচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে কাঁচামাল সরবরাহে তীব্র ঘাটতি দেখা দিয়েছে। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। বাজারে এই ধারা অব্যাহত থাকলে ২০২২ সালে ব্যাপক ধাক্কা খাবে ইউরোপের গাড়ি শিল্প। করোনা অতিমারী শুরুর আগে থেকেই গাড়ি বিক্রি কমেছে। সব মিলিয়ে ইউরোপের ৫টি বাজারে গাড়ি বিক্রি প্রায় ৪০ শতাংশ কমেছে।