TRENDING:

Mango Farming: আমের মুকুল ঝরে যাচ্ছে? কী করবেন জেনে নিন

Last Updated:

আম গাছে মুকুল অবস্থায় বৃষ্টিপাত গাছের ক্ষতি করে। এছাড়া আম গাছে যখন আমের গুটি চলে আসে সেই সময় যদি পর্যাপ্ত বৃষ্টি না হয় সে ক্ষেত্রে গাছে জলের অভাব দেখা যায়। এতেও আমের গুটি ঝরে পড়ে যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: আম চাষিদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এই সময়টা। মার্চের শেষ সপ্তাহে জেলার বিভিন্ন আম গাছে গুটি আসতে শুরু করেছে। এই সময় চাষিদের নানান সমস্যায় পড়তে হয়। এর মধ্যে আমের গুটি ঝরা অন্যতম। কৃষি বিশেষজ্ঞ রাধিকা রঞ্জন দেবভূতি জানান, আম গাছে প্রতি মুকুলে ১ হাজার থেকে ৬ হাজার পর্যন্ত পুরুষ ও স্ত্রী ফুল থাকে। তার মধ্যে প্রাথমিকভাবে প্রতি থোকায় জাত ভেদে ১ থেকে ৩০ টি আমের গুটি ধরতে দেখা যায়। গুটি আসার ২৫ থেকে ৫০ দিনের মধ্যে প্রতি থোকায় মাত্র এক থেকে দুইটি গুটি থাকে। বাকি গুটিগুলো প্রাকৃতিক বা অভ্যন্তরীণ কারণে ঝরে যায়।এই গুটি ঝরার অন্যতম কারণ হল আবহাওয়ার খামখেয়ালীপনা।
advertisement

আর‌ও পড়ুন: আগুনরাঙা পলাশের ছোঁয়ায় চলুন ক’দিন মেতে উঠি

আম গাছে মুকুল অবস্থায় বৃষ্টিপাত গাছের ক্ষতি করে। এছাড়া আম গাছে যখন আমের গুটি চলে আসে সেই সময় যদি পর্যাপ্ত বৃষ্টি না হয় সে ক্ষেত্রে গাছে জলের অভাব দেখা যায়। এতেও আমের গুটি ঝরে পড়ে যায়। তাই মার্চ-এপ্রিল মাসে যদি বৃষ্টিপাত কম হয় সেক্ষেত্রে মাটিতে রসের অভাব দেখা দেয়। তাতে আমের বোঁটায় তাড়াতাড়ি নির্মোচনস্তর গঠিত হয়। ফলে আমের গুটি ঝরে যায়। তাই মার্চ ও এপ্রিলে পর্যাপ্ত বৃষ্টি ও অন্যদিকে রোগ-পোকা এই দুটি কারণে ঝরে যেতে পারে আম গাছের গুটি।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তাই এই সময় বৃষ্টিপাত কমে হলে ১৫ দিন পর্যন্ত আম গাছে জল সেচ দেওয়ার প্রয়োজন পড়তে পারে। তেমনই আমের সবুজ গুটি রক্ষার জন্য জলের সাথে ব্যবহার করুন নিমোটো। প্রতি লিটার জলে ২ মিলিগ্রাম দিয়ে এটি স্প্রে করতে হবে। ১৫ থেকে ২০ দিন অন্তর এই নিমোটো গাছে স্প্রে করলে তবেই আমের গুটি ঝরা থেকে মুক্তি মিলবে।

advertisement

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mango Farming: আমের মুকুল ঝরে যাচ্ছে? কী করবেন জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল