আরও পড়ুন: আগুনরাঙা পলাশের ছোঁয়ায় চলুন ক’দিন মেতে উঠি
আম গাছে মুকুল অবস্থায় বৃষ্টিপাত গাছের ক্ষতি করে। এছাড়া আম গাছে যখন আমের গুটি চলে আসে সেই সময় যদি পর্যাপ্ত বৃষ্টি না হয় সে ক্ষেত্রে গাছে জলের অভাব দেখা যায়। এতেও আমের গুটি ঝরে পড়ে যায়। তাই মার্চ-এপ্রিল মাসে যদি বৃষ্টিপাত কম হয় সেক্ষেত্রে মাটিতে রসের অভাব দেখা দেয়। তাতে আমের বোঁটায় তাড়াতাড়ি নির্মোচনস্তর গঠিত হয়। ফলে আমের গুটি ঝরে যায়। তাই মার্চ ও এপ্রিলে পর্যাপ্ত বৃষ্টি ও অন্যদিকে রোগ-পোকা এই দুটি কারণে ঝরে যেতে পারে আম গাছের গুটি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তাই এই সময় বৃষ্টিপাত কমে হলে ১৫ দিন পর্যন্ত আম গাছে জল সেচ দেওয়ার প্রয়োজন পড়তে পারে। তেমনই আমের সবুজ গুটি রক্ষার জন্য জলের সাথে ব্যবহার করুন নিমোটো। প্রতি লিটার জলে ২ মিলিগ্রাম দিয়ে এটি স্প্রে করতে হবে। ১৫ থেকে ২০ দিন অন্তর এই নিমোটো গাছে স্প্রে করলে তবেই আমের গুটি ঝরা থেকে মুক্তি মিলবে।
পিয়া গুপ্তা