আরও পড়ুন: ১ বা ২ হাজার নয় ! জানেন একদিনে মেয়েরা কত হাজার শব্দ বলেন ?
সম্প্রতি বেহালা থেকে একটি বাসে উঠেছিলেন কেষ্টপুরের বাসিন্দা শঙ্কর ঘোষ। অভিযোগ, ওই রাতে নিউ আলিপুর আইল্যান্ডের কাছে জানলার বাইরে থেকে তাঁর মোবাইলটি ছিনিয়ে নেয় এক দুষ্কৃতী। ঘটনার ১৫ মিনিটের মধ্যে মোবাইলে থাকা অ্যাপ থেকে তুলে নেওয়া হয় ৪২ হাজার টাকা।
advertisement
আরও পড়ুন: পোস্ট অফিসের বাম্পার স্কিম, দিনে ৫০ টাকা করে জমিয়ে ম্যাচিউরিটিতে পাবেন ৩৫ লক্ষ টাকা
চলন্ত বাস বা ট্রেনের জানলার পাশে বসে মোবাইল ব্যবহার করলে বাইরে থেকে চোখের নিমেষে তা টেনে নেওয়ার মতো ঘটনা আকছাড় ঘটে পশ্চিমবঙ্গে। নিত্যযাত্রীরা সতর্ক হয়ে যান ট্রেন হাওড়া বা সাঁতরাগাছি স্টেশন ছাড়লেই। নিউ আলিপুর, বন্দর এলাকায় পকেটমারির ঘটনাও নতুন নয়। টাকা ব্যাগ, সোনার চেন থেকে মোবাইল ফোন সবই ছিনতাই হয় দিনে দুপুরে। তবে মোবাইল ছিনিয়ে অ্যাপ ব্যবহার করে টাকা সরিয়ে ফেলার ঘটনা নতুন সংযোজন। এমনটাও শুরু হয়েছে ইদানীং দাবি করেছেন এই পুলিশ আধিকারিক।
শঙ্কর ঘোষ বলেন, ‘বেহালায় অফিস থেকে ফিরছিলাম। বাসটা ফাঁকাই ছিল। জানলার পাশে বসে এক বন্ধুকে মেসেজ করছিলাম। বাইরে দাঁড়িয়ে থাকা একটা লোক হ্যাঁচকা টান দিয়ে মোবাইলটা ছিনিয়ে নিল। বিষয়টা বুঝে ওঠার আগেই সে চম্পট দিয়েছে। আর পরের ১৫ মিনিটে সরিয়ে ফেলেছে ৪২ হাজার টাকা।’ টাকা খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে সময় লেগে গিয়েছে কয়েকদিন। যখন তিনি নতুন সিম কার্ড পেয়েছেন, তখনই তা বুঝতে পেরেছেন বলে দাবি।
নিউ আলিপুর থানায় মোবাইল চুরি এবং বিধাননগর সাইবার সেলে টাকা খোয়া যাওয়ার বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।
শঙ্করবাবুর দাবি, তিনি তাঁর মোবাইলে পাসওয়ার্ড সেভ করে রাখেন না। হ্যাক করেই অ্যাপ এবং অ্যাকাউন্ট খুলেছে দুষ্কৃতীরা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় ব্যাঙ্কের তরফে কোনও পদক্ষেপ করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ তারা জানবে কেউ না কেউ পাসওয়ার্ড দিয়ে, কোড বসিয়ে টাকা তুলেছে।
জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করার কথা বার বার প্রচার করা হচ্ছে বলে দাবি করেছেন এক পুলিশ আধিকারিক। তিনি বলেন, ‘কোনও ভাবেই মোবাইলে পাসওয়ার্ড সেভ করে রাখা যাবে না। সেটা মোবাইল হাত বদল হলেই সকলে দেখতে পাবে।’
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F