মনোজ কুমার নামে ওই ব্যক্তির কাছে একজন মহিলার ফোন আসে ৷ তিনি নিজেকে সোনিয়া নামে এবং ব্যাঙ্কর কর্মী বলে পরিচয় দেয় ৷ ফোনে সোনিয়া নামে মহিলা জানান, ক্রেডিট কার্ডে গোল্ড ক্যাশ ব্যাকের (Cyber Fraud) অফার মিলছে ৷ প্রত্যেক কেনাকাটিতে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশ ব্যাক মিলবে ৷ মহিলার ফাঁদে পড়ে যায় মনোজ ৷ এরপর ওই মহিলা তার ফোন সাজিদ নামে এক সঙ্গীর কাছে ট্রান্সফার করে দেয় ৷
advertisement
সাজিদ অফারের সুবিধা নেওয়ার জন্য একটি লিঙ্ক পাঠায় এবং ক্রেডিট কার্ডের (Credit Card) ডিটেল চেয়ে পাঠায় এবং ১০ টাকার পেমেন্ট করতে বলে ৷ এই পেমেন্ট করতেই ক্রেডিট কার্ড থেকে 41887 টাকা প্রথমে এবং পরে 62544.52 টাকা কেটে নেওয়া হয় ৷ টাকা কেটে নেওয়ার পর মনোজ বুঝতে পারেন তিনি সাইবার ফ্রডস্টারের (Cyber Fraud) খপ্পরে পড়েছিলেন ৷ এর জন্য প্রায় ১ লক্ষ টাকা খোয়াতে হয়েছে ৷
advertisement
Location :
First Published :
September 28, 2021 6:15 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cyber Fraud: গোল্ড ক্যাশ ব্যাকের অফার দিয়ে অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হল ১ লক্ষ টাকা!