মমতা বীরভূমের সভা মঞ্চ থেকে বলেন, ‘‘কেন্দ্র সরকার নাকি একটা বাজেট করেছে, বলছে নাকি দারুণ হয়েছে৷ বেকারদের জন্য কোনও ঘোষণা নেই, সমস্ত বেসরকারিকরণ হচ্ছে, ১০০ দিনের কাজের টাকা বাড়েনি, আমাদের টাকা তোমরা আটকে রাখো কী করে? সংবিধানে আছে বাজেট পৌঁছে দিতে হবে৷ গ্যাস বেলুনের মতো গাসের দাম, কমেছে কোথায়?’’
advertisement
আরও পড়ুন - 'অমৃতকালের' প্রথম বাজেট পেশ নির্মলা সীতারণের, রেলের জন্য রেকর্ড বরাদ্দ
আরও পড়ুন - নির্মলার বাজেটের দিকে তাকিয়ে চাঙ্গা শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স- নিফটি
এ বার একাধিক প্রকল্পের বিষয় নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি৷ বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের বাজেটে ১০০ দিনের বরাদ্দ কমেছে৷’’ কেন্দ্রীয় সরকার সেল্ফ হেল্প গ্রুপ নিয়েও একাধিক ঘোষণা করেছে৷ মমতা বলেছেন, ‘‘ওরা বলেছেন ৮১ লক্ষ সেল্ফ হেল্প গ্রুপ করবে৷ কিন্তু সেল্ফ হেল্প গ্রুপ তো কেন্দ্র করে না, রাজ্য করে৷ আমাদের সরকারের আগে রাজ্যে ১ লক্ষ সেল্ফ হেল্প গ্রুপ ছিল, এখন সেই সংখ্যাটি বেড়ে ১১ লক্ষ হয়েছে৷ ওরা এই হিসাব জুড়েই নির্দিষ্ট সংখ্যা ঘোষণা করেছে৷ ওরা সেল্ফ হেল্প গ্রুপকে ক্রেডিট করতে দিতে চায় না, আইসিডিএসের জন্য কী করেছে ওরা?’’
তিনি অভিযোগ করে বলেন, ‘‘বাজেটের নামে দরিদ্ররা হযেছে বঞ্চিত হয়েছে৷ একাংশ হয়েছে লাভবান৷ ট্যাক্সের স্লাব কমানোর নামে যা করা হয়েছে, তাতে ইনফ্লেশন যা বেড়েছে টোটালটাই লোকশান হবে৷’’