TRENDING:

Tiffin Service Business: মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে এক লক্ষ টাকা পর্যন্ত মুনাফা সম্ভব !

Last Updated:

Make money with Tiffin Service Business: দেশের মেট্রো শহরগুলি, যেখানে অনেক বেশি ব্যস্ততা মানুষের প্রতিদিনকার জীবনে ৷ সেখানে এই টিফিনের প্রয়োজনীয়তা অনেক বেশি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: করোনা অতিমারিতে (Coronavirus Pandemic) অনেক মানুষই কাজ হারিয়েছেন ৷ দিনের পর দিন লোকসানে চলায় অনেককে ব্যবসাও বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে ৷ এই সবের মধ্যেই এখন নতুন ব্যবসার দিকে ঝুঁকে অনেক মানুষ ৷ যার জন্য প্রয়োজন নেই অন্য কারোর সাহায্য ৷ এটি শুরু করা যাবে নিজেই ৷ যদি আপনিও আপনার নিজের ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনার জন্য রইল এই নতুন দুর্দান্ত ব্যবসার আইডিয়া (Business idea) ৷ মাত্র ৮-১০ হাজার টাকা দিয়েই শুরু করুন নিজের এই নতুন ব্যবসা ৷ এর জন্য আপনার প্রয়োজন নেই কোনও সার্টিফিকেটও ৷ এখানে আলোচনা করা হবে টিফিন সার্ভিসের ব্যবসার (Tiffin Service business) ৷ কীভাবে তা শুরু করা যায়, দেখে নিন ৷
advertisement

আরও খবর- মাঝ-আকাশে হার্ট অ্যাটাক পাইলটের, নাগপুরে জরুরি অবতরণ, অবশেষে ঢাকায় ফিরলেন যাত্রীরা

এই ব্যবসা করলে প্রচুর লাভ

দেশের মেট্রো শহরগুলি, যেখানে অনেক বেশি ব্যস্ততা মানুষের প্রতিদিনকার জীবনে ৷ সেখানে এই টিফিনের প্রয়োজনীয়তা অনেক বেশি ৷ অনেক বেশি সংখ্যায় মানুষ টিফিন সার্ভিসের (Tiffin business) উপর নির্ভর করেন ৷ অফিসের কাজ কিংবা পড়াশোনার জন্য যারা বাইরে থাকেন, তাদের জন্য এই টিফিন সার্ভিস অত্যন্ত প্রয়োজনীয় ৷ এখন করোনার জেরে ওয়ার্ক ফ্রম হোম চললেও অনেকে হোম ডেলিভারি হিসেবেও দু’বেলার খাবার আনিয়ে থাকেন ৷ হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার না আনিয়ে ঘরের খাবারের স্বাদ পেতে অনেকেই হোম ডেলিভারি বা টিফিন সার্ভিসের উপর নির্ভরশনীল ৷ এতে টাকাও অনেকটাই সেভ হয় ৷ কারণ ছোট-বড় কোনও রেস্তোরাঁ থেকেই প্রতিদিন দু’বেলা বা তার বেশি খাবার আনানো যথেষ্ট ব্যয়সাপেক্ষ ৷ তাই মানুষের এই চাহিদার কথা মাথায় রেখেই আপনি এই টিফিন সার্ভিসের ব্যবসা শুরু করতে পারেন ৷ মুখে মুখে এই ব্যবসার প্রচার করলেও অনেক লাভ সম্ভব ৷

advertisement

আরও খবর- ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করলেই মিলবে ২ লক্ষ টাকার সুবিধা! কী ভাবে? বিশদে জানুন

১০ হাজার টাকা দিয়ে শুরু করুন ব্যবসা

এই কাজ শুরু করার জন্য কোনওপ্রকার সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই ৷ কারণ এই ব্যবসা আপনি শুরু করতে পারেন, আপনার নিজের বাড়িতেই ৷ মাত্র ৮-১০ হাজার টাকা খরচ করে শুরু করুন এই ব্যবসা , আর কিছু মাস পরে এর থেকে মুনাফা পাবেন প্রচুর ৷ দিল্লির বাসিন্দা নিমিশা জানান, যদি আপনার খাবারের মান ভালো হয়, আর সেটা কাস্টমারের পছন্দের স্বাদ অনুযায়ী হয়, তাহলে আপনি খুব তাড়াতাড়ি মাসে ১-২ লক্ষ টাকা উপার্জন করতে পারেন ৷ নিমিশা লকডাউনের মধ্যে মাত্র ৮-১০ হাজার টাকা খরচ করেই এই ব্যবসা শুরু করেছিলেন ৷ আর এখন লাখে উপার্জন করছেন ৷

advertisement

খাবারের মানের উপর বিশেষ নজর রাখতে হবে

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

এই ব্যবসা শুরু করতে বেশি টাকার প্রয়োজন নেই ৷ আপনার কেবল খাবার তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং বাসনপত্রের প্রয়োজন রয়েছে ৷ আর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, তা হল খাবারের কোয়ালিটি বজায় রাখা ৷ তাহলেই কাস্টমার পেতে এবং ধরে রাখতে কোনও সমস্যাই হবে না ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tiffin Service Business: মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে এক লক্ষ টাকা পর্যন্ত মুনাফা সম্ভব !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল