আরও পড়ুন: ফ্রডের হাত থেকে বাঁচতে অবশ্যই চেক করে নিন আধার কার্ডের হিস্ট্রি.....
বিশেষজ্ঞরাও পরামর্শ দিয়ে থাকেন যে যদি ১৫ বছর অর্থাৎ ম্যাচিউরিটির পর টাকার দরকার না পড়লে এই অ্যাকাউন্টের সময় আরও ৫ বছর জন্য বাড়িয়ে দিলে লাভবান হবেন ৷ পিপিএফ অ্যাকাউন্টে ট্যাক্স ছাড়ের সুবিধাও পেয়ে যাবেন ৷ এখানে ম্যাচিউরিটিতে পাওয়া টাকা ট্যাক্স ফ্রি হয় ৷
advertisement
আরও পড়ুন: নিয়মে বড়সড় বদল করল সরকার, এবার এই ডকুমেন্ট ছাড়া মিলবে না টাকা
কীভাবে মিলবে সুবিধা ? How to get benefit from PPF?
পিপিএফ অ্যাকাউন্টের ম্যাচিউরিটি ১৫ বছরে হয় ৷ এই অ্যাকাউন্টে ৭.১ শতাংশ হিসেবে কম্পাউন্ডিং ইন্টারেস্ট দেওয়া হয় ৷ এখানে বছরে অধিকতম ১.৫ লক্ষ টাকা জমা করা যেতে পারে ৷ এই হিসেব অনুযায়ী ২৫ বছরে ম্যাচিউরিটিতে (PPF Maturity Benefits)অধিকতম ৬২ লক্ষ টাকার ফান্ড তৈরি করতে পারবেন ৷
আরও পড়ুন: এক ধাক্কায় অনেক পড়ল সোনার দাম, এখনই কিনতে চান, দেখে নিন কী দরে মিলছে সোনা
পিপিএফ ক্যালকুলেটার
প্রভিডেন্ট অ্যাকাউন্টে প্রতিদিন ২৫০ টাকা করে জমা করলে মাসে ৭৫০০ টাকা হয় ৷ এই ভাবে বছরে ৯০,০০০ টাকা হয় ৷ আপনি যদি ২৫ বছরের জন্য পিপিএফ অ্যাকাউন্টে বিনিয়োগ করেন তাহলে মোট ২২.৫০ লক্ষ টাকা ইনভেস্ট করবেন ৷ ম্যাচিউরিটিতে আপনি পেয়ে যাবেন ৬১,৮৪,৮০৯ টাকা ৷ এর মধ্যে ৩৯,৩৪,৮০৯ টাকা সুদ হিসেবে পাবেন ৷
বছরে অধিকতম ১.৫০ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন পিপিএফ অ্যাকাউন্টে -
পিপিএফ অ্যাকাউন্টে বছরে অধিকতম ১.৫০ লক্ষ টাকা জমা করতে পারবেন ৷ আপনি এই টাকা একবারে বা ১২টি কিস্তিতে দিতে পারেন ৷ ন্যূনতম ৫০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ ১০ বছরের কম বয়সের বাচ্চার নামেও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷