TRENDING:

Union Budget 2022: বেকারত্ব থেকে বিনিয়োগে ভাটা, এবারের বাজেটের আগে মোদি সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ

Last Updated:

Union Budget 2022: মোদি সরকারের বাজেট কীভাবে এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করে সেদিকেই সবার নজর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অর্থনীতিতে করোনার কাঁটা। বেকারত্ব থেকে বিনিয়োগে ভাটা। বাজেটের আগে মোদি সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ। করোনাকালে ভারতের অর্থনীতি অনেকটা K-এর মতো। একাংশের আয়ে হু হু করে বড়েছে। অনেকের আয়ে দিন দিন কমেছে। অনেকে আবার চাকরি হারিয়েছেন ৷ এমনই পরিস্থিতিতে এবার বাজেট। অর্থনীতিবিদরা বলছেন, এবারের বাজেটের আগে মোদি সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ।
advertisement

আরও পড়ুন: বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী, আম জনতার জন্য কী অপেক্ষা করছে ?

বাজেটে চ্যালেঞ্জ কর্মসংস্থান

  • করোনা কালে চাকরি হারিয়েছেন অনেকে
  • সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্ট অনুযায়ী, গত বছর জানুয়ারিতে দেশে বেকারত্বের হার ছিল সাত দশমিক নয় শতাংশচার মাসে সর্বোচ্চ
  • advertisement

  • এই পরিস্থিতিতে কর্মসংস্থান তৈরি করাই মোদি সরকারের কাছে বড় চ্যালেঞ্জ

অর্থনীতিবিদরা বলছেন, কর্মসংস্থান তখনই হবে যখন বিনিয়োগ আসবে

বাজেটে চ্যালেঞ্জ বিনিয়োগ

  • করোনার জেরে বিশ্বজুড়েই অর্থনীতিতে ভাটা।
  • ফলে, গত কয়েক বছরে সে ভাবে বড় বিনিয়োগের মুখ দেখেনি দেশ।
  • বিনিয়োগ টানা মোদি সরকারের অন্যতম চ্যালেঞ্জ ৷
  • advertisement

বাজেটে চ্যালেঞ্জ পরিকাঠামো

  • পরিকাঠামো খাতে বিপুল খরচ করে কর্মসংস্থান এবং উন্নয়নের উদ্যোগ নিয়েছে মোদি সরকার
  • প্রকল্পের নাম ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন
  • কিন্তু, চলতি বছরে এই প্রকল্পের কাজ সে ভাবে এগোয়নি বললেই চলে
  • পরিকাঠামো উন্নয়ন মানেই শিল্পের সম্ভাবনা। কর্মসংস্থানের সুযোগ
  • advertisement

বাজেটে চ্যালেঞ্জ জনকল্যাণে খরচ

  • করোনা কালে গরিব দেশবাসীকে বিনামূল্যে চাল-ডাল দিতে কেন্দ্রের খরচ হয়েছে আনুমানিক ২ লক্ষ ২৪ হাজার কোটি টাকা
  • এর সঙ্গে রয়েছে করোনার টিকা কেনার খরচ
  • আগামী বছরও এই দুই খরচ বহাল থাকলে তার টাকা জোগাড় করা মোদি সরকারের মাথাব্যথার কারণ হয়ে উঠবে
  • advertisement

বাজেটে চ্যালেঞ্জ বিলগ্নিকরণ

  • কেন্দ্রের আয়ের অন্যতম পথ বিলগ্নিকরণ
  • বিভিন্ন সংস্থা বেসরকারি হাতে তুলে দিয়ে এক লক্ষ ৭৫ হাজার কোটি টাকা আয়ের লক্ষমাত্রা ঠিক করেছিল মোদি সরকার
  • এই লক্ষমাত্রা পূরণও কঠিন বলেই মনে করছেন অনেকে
  • এরই মাঝে সাফল্য টাটার এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

মোদি সরকারের বাজেট কীভাবে এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করে সেদিকেই সবার নজর।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2022: বেকারত্ব থেকে বিনিয়োগে ভাটা, এবারের বাজেটের আগে মোদি সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল