পেট্রোল ইঞ্জিনযুক্ত AX5 5S MT, AX5 7S MT, AX7 MT, AX5 5S AT এবং AX7 AT ভ্যারিয়েন্টগুলির দাম কমানো হয়েছে। অন্য দিকে, ডিজেল চালিত ইঞ্জিনযুক্ত AX5 5S MT, AX5 7S MT, AX7 7S MT, AX5 5S AT, AX5 7S AT, AX7 AT এবং AX7 AWD AT ভ্যারিয়েন্টের দাম কম করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: এই সংস্থা ফিক্সড ডিপোজিটে দিচ্ছে ব্যাঙ্কের থেকে বেশি সুদ
কয়েকটি ফিচার কমানো হয়েছে
চলতি বছরের শুরুতে মাহিন্দ্রা কোম্পানি XUV700 গাড়ির ভ্যারিয়েন্টগুলোর ফিচারেও কিছু পরিবর্তন এনেছে। AX3 মডেলে একটি রিয়ার ওয়াইপার এবং ডিফগার সরিয়ে দেওয়া হয়েছে। AX3 ভ্যারিয়েন্টের দরজা এবং বুট-লিডের জন্য সিলেকটিভ আনলক ফাংশনও সরিয়ে দেওয়া হয়েছে। AX5 এবং AX7 ভ্যারিয়েন্টে আর LED সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটর পাওয়া যাবে না। কোম্পানি স্টপ অ্যান্ড গো ফাংশনের সঙ্গে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলও সরিয়ে দিয়েছে। অন্য দিকে, SUV AX7 এবং AX7L ভ্যারিয়েন্টগুলিতে ক্রুজ কন্ট্রোল এবং LED সিকোয়েন্সিয়াল টার্ন ইন্ডিকেটর পাওয়া যাবে।
আরও পড়ুন: চাহিদা রয়েছে তুঙ্গে, এই ব্যবসা শুরু করে আপনিও আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা
SUV মডেলগুলিতে যুক্ত করা হয়েছে নতুন ফিচার
মাহিন্দ্রা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে কোম্পানি ৫ সেপ্টেম্বর থেকে XUV700-এর জন্য Apple CarPlay চালু করা শুরু করেছে। মাহিন্দ্রা XUV700 গত বছরের অগাস্ট মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল। বাজারে আনার প্রায় প্রায় এক বছর পরে এর সঙ্গে Apple CarPlay যুক্ত করা হচ্ছে। এছাড়া, এই গাড়িগুলোতে নতুন কিছু ফিচার আপডেট করা হতে পারে বলেও খবর!