TRENDING:

৩.৬ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে Mahindra, দেখে নিন কোন মডেলে কত ছাড়!

Last Updated:

এখনও মিলছে এক্সচেঞ্জ অফার, কর্পোরেট ডিসকাউন্ট-সহ নানা স্কিম। দেখে নিন Mahindra-র কোন মডেলে মিলছে কত ছাড় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনাকালে ব্যবসায় দারুণ ক্ষতি রয়েছে। তাই দিওয়ালির উৎসবের মরশুম সদ্য শেষ হলেও Mahindra Alturas G4, Mahindra XUV500, Mahindra Scorpio-সহ বেশ কয়েকটি মডেলে আকর্ষণীয় ডিসকাউন্টের কথা ঘোষণা করল এই গাড়িপ্রস্তুতকারী সংস্থা। এখনও মিলছে এক্সচেঞ্জ অফার, কর্পোরেট ডিসকাউন্ট-সহ নানা স্কিম। দেখে নিন Mahindra-র কোন মডেলে মিলছে কত ছাড়!
advertisement

Mahindra Alturas G4

Mahindra Alturas G4-এর মডেলে সর্বাধিক ছাড় পাওয়া যাচ্ছে। এ ক্ষেত্রে এই গাড়িতে ৩.০৬ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার পাওয়া যাবে। এই ৩.০৬ লক্ষের মধ্যে ২.২০ লক্ষ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ৫০,০০০ হাজার টাকার এক্সচেঞ্জ বেনিফিট, ২০,০০০ টাকার অ্যাক্সেসরিজ স্কিম ও ১৬,০০০ টাকার কর্পোরেট স্কিম পাওয়া যাবে।

Mahindra XUV500

advertisement

Mahindra-র অন্যতম সেরা সেভেন সিটার SUV মডেল এটি। এই গাড়ির W9, W11 মডেলে প্রায় ১৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এ ক্ষেত্রে এক্সচেঞ্জ বোনাস ৩০,০০০ টাকার। রয়েছে ৯০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্টও। অন্য দিকে W5 ও W7 মডেলেও মিলছে ১২,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ৩০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৯,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট।

advertisement

Mahindra XUV300

পেট্রোল ও ডিজেল ইঞ্জিন দু'টি মডেলের XUV300-তেই থাকছে ডিসকাউন্ট অফার। পেট্রোল ভ্যারিয়েন্টে মিলছে ২৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। অন্য দিকে ডিজেল ভ্যারিয়েন্টে মিলছে ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ২৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট।

Mahindra Bolero

দুই দশকের পুরনো মডেল হলেও এটি Mahindra-র অন্যতম জনপ্রিয় গাড়ি। এই গাড়িতেও মিলছে ২০,৫০০ টাকার ডিসকাউন্ট। এ ক্ষেত্রে ক্যাশ ডিসকাউন্ট ৬,৫০০ টাকা, এক্সচেঞ্জ বেনিফিট ১০,০০০ টাকা ও কর্পোরেট ডিসকাউন্ট ৪,০০০ টাকা।

advertisement

Mahindra Scorpio

Mahindra Scorpio-র S5 মডেলে থাকছে আকর্ষণীয় অফার। এ ক্ষেত্রে S5 মডেলে থাকছে ২০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ২৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ১০,০০০ টাকার অ্যাক্সেসরিজ স্কিম ও ৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। তবে S7, S9 ও S11 মডেলে ক্যাশ ডিসকাউন্ট বা অ্যাক্সেসরিজ স্কিম পাওয়া যাচ্ছে না। এই মডেলগুলিতে শুধুমাত্র এক্সচেঞ্জ অফারই রয়েছে।

advertisement

Mahindra Marazzo

Marazzo MPV মডেলে সম্প্রতি একাধিক আপগ্রেড আনা হয়েছে। এই গাড়ির M4+ ও M6+ মডেলে থাকছে ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বেনিফিট, ৬,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট ও ৫০০০ টাকার অ্যাক্সেসরিজ স্কিম। M2 ভ্যারিয়েন্টে থাকছে ২০০০ টাকার অ্যাডিশনাল ডিসকাউন্ট।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে হঠাৎই একটি ভূতুড়ে বাড়ির খোঁজ মিলল দুর্গাপুর শিল্পাঞ্চলে, ব্যাপারটা কী!
আরও দেখুন

উল্লেখ্য, এই মাসের শেষ পর্যন্ত থাকছে অফারগুলি, তবে সদ্য লঞ্চ হওয়া Mahindra Thar ও KUV100 Nxt মডেলের জন্য বৈধ নয় এই অফার।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৩.৬ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে Mahindra, দেখে নিন কোন মডেলে কত ছাড়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল