বাণিজ্যিক সিলিন্ডার দিল্লিতে ৮৩ টাকা ৫ পয়সা কমিয়ে ১,৭৭৩ টাকায় নেমে এসেছে। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডার ৮৫ টাকা সস্তা হয়েছে। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ১৯৬০ টাকা ৫০ পয়সা ১৮৭৫ টাকা ৫০ পয়সায় নেমে এসেছে। মুম্বইতে ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ১,৮০৮ টাকা ৫ পয়সা থেকে কমে হয়েছে ১,৭২৫ টাকা হয়েছে।
advertisement
চেন্নাইতে ২,০২১ টাকা ৫০ পয়সা থেকে কমে ১,৯৩৭ টাকায় নেমে এসেছে।
গৃহস্থালির ১৪ কেজির রান্নার সিলিন্ডারের দাম কলকাতায়, ১,১২৯ টাকা, চেন্নাইতে ১১১৮.৫ টাকা, ভোপালে ১১০৮.৫ টাকা, ইন্দোরে ১১৩১, আহমেদাবাদে ১১১০ এবং আহমেদাবাদে ১,১১০ টাকা।
আরও পড়ুন, তাপপ্রবাহ অব্যাহত রাজ্যে ! আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
আরও পড়ুন, পুলিশের নিরাপত্তা নিয়ে ফের শুভেন্দুর নিশানায় অভিষেক, নথি তুলে ধরে ট্যুইট
আপনিও যদি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরীক্ষা করতে চান, তাহলে প্রথমে আপনাকে সরকারি তেল কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে https://iocl.com/Products/IndaneGas.aspx। এখানে কোম্পানিগুলো প্রতি মাসে নতুন রেট জারি করে।