আরও পড়ুন: চার মাস পর দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, জেনে নিন আজকের নতুন রেট
দিল্লিতে ৯৪৯.৫ টাকা হয়ে গিয়েছে গ্যাসের দাম-
এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির পর মঙ্গলবার ২২ মার্চ দিল্লিতে ১৪ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের ৯৪৯.৫ টাকা হয়েছে ৷ আগে যা ৮৯৯.৫০ টাকা ছিল ৷ দিল্লি ছাড়া অন্যান্য মহানগরেও এলপিজি-র দাম বদল করা হয়েছে ৷ কলকাতায় ৯২৬ টাকা থেকে বেড়ে ৯৭৬ টাকা হয়ে গিয়েছে ৷ লখনউতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এখন ৯৮৭.৫ টাকা হয়ে গিয়েছে ৷ পটনাতে ৯৯৮ টাকা থেকে বেড়ে গ্যাসের দাম ১০৩৯.৫ টাকা হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: ব্যবসার জন্য লোন? এক নজরে দেখে নিন সেরা সুযোগ দিচ্ছে কোন ব্যাঙ্ক
ক্রুড অয়েলের দাম বৃদ্ধির পর এলপিজি দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে
সরকারি তেল সংস্থাগুলি প্রায় ৫ মাস ধরে এলপিজি সিলিন্ডারের দামে কোনও বদল করা হয়নি ৷ ক্রুডের দাম লাগাতার বেড়েই চলেছে ৷ গ্লোবাল মার্কেটে এখন ক্রুডের দাম ১০০ ডলারের বেশি প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ এর জেরে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে ৷ মার্চ ২০২১ এর পর এলপিজির দাম মোট ৮১ টাকা বৃদ্ধি করা হয়েছে ৷
আরও পড়ুন: প্রথমবার শেয়ারে বিনিয়োগ? কিছু সহজ পন্থা বাতলে দিলেন বিশেষজ্ঞরা
৫ ও ১০ কিলোগ্রামের সিলিন্ডারের দামও বেড়ে গিয়েছে
তেল সংস্থাগুলি না কেবল বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে, বরং ৫ কিলোগ্রাম ও ১০ কিলোগ্রামের সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে ৷ এখন ৫ কিলোর এলপিজি সিলিন্ডার ৩৪৯ টাকা ও ১০ কিলোর সিলিন্ডারের ৬৬৯ টাকায় মিলবে ৷ শুধু তাই নয় ১৯ কিলোর কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের দাম এখন প্রায় ২০০৩.৫০ টাকা হয়ে গিয়েছে ৷