ব্যাঙ্ক এবং ঋণদাতা প্রতিষ্ঠানগুলি লোনের আবেদন মূল্যায়ন করার সময় বেশ কিছু নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতেই তা যাচাই করে থাকে। এর মধ্যে অন্যতম হল ঋণের জন্য আবেদনকারী ব্যক্তির ক্রেডিট স্কোর (Credit Score), তাঁর মাসিক আয় (Monthly Income) এবং কাজের প্রোফাইল ইত্যাদি। লোন পাওয়ার সম্ভাবনা বাড়াতে এক জন আবেদনকারীর কী কী করা উচিত, তা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
advertisement
ক্রেডিট স্কোর শক্তিশালী করতে হবে:
ক্রেডিট স্কোর ঋণের যোগ্যতাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। যাঁদের ক্রেডিট স্কোর ৭৫০ বা তার বেশি থাকে, তাঁরা খুব সহজেই লোন পেয়ে যান। আবার যাঁদের ক্রেডিট স্কোর কম থাকে, তাঁরা লোন পাওয়ার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।
ভালো ভাবে যাচাই করতে হবে:
সুদের হার, প্রসেসিং ফি এবং ঋণের মেয়াদ প্রত্যেক ঋণদাতার জন্য ভিন্ন ভিন্ন হয়। তাই যে কোনও আর্থিক প্রতিষ্ঠানে ঋণের জন্য আবেদন করার আগে অন্যান্য প্রতিষ্ঠানের ঋণের শর্তাবলী এবং অন্যান্য নিয়মকানুন ইত্যাদির তুলনা করে নেওয়া উচিত। এতে ঋণ গ্রহীতা নিজের প্রয়োজন এবং সামর্থ্য অনুযায়ী ঋণ গ্রহণের জন্য সঠিক প্রতিষ্ঠান বেছে নিতে পারবেন। সেই সঙ্গে বাড়বে ঋণ পাওয়ার সম্ভাবনাওন।
ক্রেডিট রিপোর্ট মূল্যায়ন:
ক্রেডিট ব্যুরো ঋণদাতা এবং ক্রেডিট কার্ড প্রদানকারী সংস্থাগুলির ক্রেডিট রিপোর্টের ভিত্তিতে ক্রেডিট স্কোর গণনা করে। আবেদনকারীর ক্রেডিট রিপোর্টে কোনও ভুল তথ্য যোগ করা হলে তার ক্রেডিট স্কোরের উপর খারাপ প্রভাব পড়তে পারে। এই কারণে ঋণের জন্য আবেদন করার আগে ক্রেডিট রিপোর্টেরও মূল্যায়ন করা জরুরি।
পরিশোধের ক্ষমতা অনুযায়ী মেয়াদ নির্বাচন:
ঋণের আবেদনের ক্ষেত্রে পরিশোধের মেয়াদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবেদনকারী সমস্ত প্রয়োজনীয় মাসিক খরচ মিটিয়ে দেওয়ার পর কতটা সঞ্চয় করতে পারছেন, সেই বিষয়টাও যাচাই করা হয়। এই সঞ্চয়ের উপর ভিত্তি করেই ঋণদাতা সংস্থা আবেদনকারীর পরিশোধের ক্ষমতা যাচাই করে থাকে।
একাধিক লোন এনকোয়্যারি এড়িয়ে চলতে হবে:
যখনই গ্রাহক ক্রেডিট কার্ড বা ঋণের জন্য আবেদন করেন, তখন ক্রেডিট কার্ড প্রদানকারী কিংবা ঋণদাতা ক্রেডিট ব্যুরো থেকে সেই গ্রাহকের ক্রেডিট রিপোর্ট চাওয়া হয়। এই ধরনের অনুরোধ একটি গুরুতর তদন্ত হিসাবে বিবেচিত হয়। আসলে যদি স্বল্প ব্যবধানে এই ধরনের একাধিক অনুরোধ করা হয়, তা-হলে গ্রাহকের ক্রেডিট স্কোর কম হবে। তাই সরাসরি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ অনুসন্ধান না-করে, ঋণ নেওয়ার জন্য অনলাইনে প্রাপ্ত ফিনান্সিয়াল মার্কেট-প্লেসেসের সাহায্য নেওয়া উচিত।