TRENDING:

Indian Railways: আজ থেকে ১৬ মে পর্যন্ত এই ট্রেনগুলি বাতিল করল ভারতীয় রেল

Last Updated:

যাত্রীর সংখ্যা কম হওয়ায় এই ট্রেনগুলি বাতিল করতে বাধ্য হচ্ছে রেল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মঙ্গলবার ফের একাধিক ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল (Indian Railways) ৷ ১৬ মে এর মধ্যে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে আগে চেক করে নিন আপনার ট্রেনের স্টেটাস ৷ বাতিল করা ট্রেনের বিষয়ে উত্তর রেলওয়ে ট্যুইটে জানিয়েছে ৷ এই সমস্ত ট্রেন আজ অর্থাৎ ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত বাতিল করা হয়েছে ৷
advertisement

দেশজুড়ে চলতে থাকা সঙ্কটের মধ্যে ভারতীয় রেল দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, মুম্বই, গুজরাটের একাধিক ট্রেন বাতিল করেছে ৷ যাত্রীর সংখ্যা কম হওয়ায় এই ট্রেনগুলি বাতিল করতে বাধ্য হচ্ছে রেল ৷ তবে এর পাশাপাশি প্রবাসী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য একাধিক স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে যাতে ট্রেন বাতিল হওয়ায় তাঁদের কোনও সমস্যায় পড়তে না হয় ৷

advertisement

উত্তর রেলওয়ের ট্যুইট-

advertisement

-- ট্রেন নম্বর ০৪৬১৩ বনিহাল-বারামুলা স্পেশ্যাল ট্রেন ১১ থেকে ১৬ মে পর্যন্ত বাতিল

--ট্রেন নম্বর ০৪৬১৪ বারামুলা-বনিহাল স্পেশ্যাল ট্রেন ১১ থেকে ১৬ মে পর্যন্ত বাতিল

-- ট্রেন নম্বর ০৪৬১৭ বনিহাল-বারামুলা স্পেশ্যাল ট্রেন ১১ থেকে ১৬ মে পর্যন্ত বাতিল

--ট্রেন নম্বর ০৪৬১৮ বারামুলা-বনিহাল স্পেশ্যাল ট্রেন ১১ থেকে ১৬ মে পর্যন্ত বাতিল

advertisement

--ট্রেন নম্বর ০৪৬১৯ বনিহাল-বারামুলা স্পেশ্যাল ট্রেন ১১ থেকে ১৬ মে পর্যন্ত বাতিল

--ট্রেন নম্বর ০৪৬২০ বারামুলা-বডগাম স্পেশ্যাল ট্রেন ১১ থেকে ১৫ মে পর্যন্ত বাতিল

--ট্রেন নম্বর ০৪৬২২ বডগাম-বনিহাল স্পেশ্যাল ট্রেন ১১ থেকে ১৫ মে পর্যন্ত বাতিল

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়া ট্রেন সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ ফোন করতে পারবেন যাত্রীরা ৷ www.enquiry.indianrail.gov.in ওয়েবসাইটে গিয়েও তথ্য জানতে পারবেন যাত্রীরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: আজ থেকে ১৬ মে পর্যন্ত এই ট্রেনগুলি বাতিল করল ভারতীয় রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল