TRENDING:

৩১ মার্চের মধ্যে এই কাজগুলো করতেই হবে, একবার চোখ বুলিয়ে নিন!

Last Updated:

নাহলে বড়সড় বিপদের মুখে পড়তে হতে পারে। আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক টানাপোড়েনের মুখে পড়াও অসম্ভব নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শেষ হতে চলেছে ২০২১-২২ আর্থিক বছর। ৩১ মার্চ আসতে আর এক সপ্তাহও বাকি নেই। তাই যত তাড়াতড়ি সম্ভব মেটাতে হবে ট্যাক্স সংক্রান্ত যাবতীয় কাজ। নাহলে বড়সড় বিপদের মুখে পড়তে হতে পারে। আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক টানাপোড়েনের মুখে পড়াও অসম্ভব নয়।
advertisement

এখানে ৩১ মার্চের আগে মিটিয়ে ফেলতে হবে এমন কাজের উল্লেখ করা হল। যদি ইতিমধ্যেই এই কাজগুলো হয়ে গিয়ে থাকে তাহলে খুবই ভালো। না হয়ে থাকলে সময় বের করে অবিলম্বে এই কাজগুলো মেটাতে হবে।

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের নয়া রেট জারি, দেখে নিন আজ কত টাকা দাম বাড়াল তেল সংস্থাগুলি

অবশ্যই ৩১ মার্চের আগে ২০২১-২২ অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আয়করদাতা মার্চ মাসের শেষ দিন পর্যন্ত আইটিআর ফাইল করতে পারবেন।এর পর হলে জরিমানা দিতে হবে। আয়কর দফতরের তরফে টুইট করে জানানো হয়েছে সে কথা। incometaxindia.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আয়কর সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নেওয়া যায়।

advertisement

আয়কর ছাড় পেতে বিনিয়োগের শেষ তারিখ ৩১ মার্চ। আয়করদাতা ৩১ মার্চ পর্যন্ত সুকন্যা সমৃদ্ধি যোজনা, জীবন বীমা, পিপিএফ-সহ বিভিন্ন কর সাশ্রয় প্রকল্পে বিনিয়োগ করে কর ছাড়ের সুবিধা নিতে পারেন। এর পরে বিনিয়োগ করলে তা আর চলতি অর্থবর্ষের জন্য ছাড় হিসেবে দেখা হবে না।

আরও পড়ুন: কর্মচারীদের ধর্মঘটে ব্যাপক দুর্ভোগের আশঙ্কা! দু'দিন বিদ্যুৎহীন থাকার সম্ভাবনা

advertisement

আধার-প্যান লিঙ্ক: প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ। যদি এখনও আধার এবং প্যান কার্ড লিঙ্ক না করা হয়ে থাকে, তাহলে অবিলম্বে এই কাজটা করতে হবে। কারণ আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়নি এমন প্যান কার্ড ১ এপ্রিল থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। তখন আর প্যান কার্ড সংক্রান্ত কোনও লেনদেন করা যাবে না। আয়কর রিটার্ন দাখিল করাও যাবে না। এর পাশাপাশি লিঙ্ক না করার জন্য মোটা অঙ্কের জরিমানাও গুণতে হবে। আয়কর অ্যাক্টের ১৩৯ (এ) ধারা অনুযায়ী, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ ঘটানো বাধ্যতামূলক। এজন্য incometaxindia.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় ধাপগুলি অনুসরণ করে প্যান কার্ডের সঙ্গে আধার যুক্ত করতে হবে।

advertisement

আরও পড়ন: বাড়ির দরজায় ১০ মিনিটে কোন কোন খাবার পৌঁছবে জোম্যাটো? রইল তালিকা...

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি: ৩১ মার্চের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি করতে হবে। যদি এখনও এই কাজটা না করা হয়ে থাকে তাহলে অবিলম্বে করতে হবে। কারণ ৩১ মার্চের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি না করালে আর্থিক লেনদেন বন্ধ হয়ে যাবে। এমনকী আয়কর ছাড় পাওয়াও কঠিন হয়ে যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৩১ মার্চের মধ্যে এই কাজগুলো করতেই হবে, একবার চোখ বুলিয়ে নিন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল