TRENDING:

ELSS স্কিম কী? কত রিটার্ন দেয়? অগাস্টের সেরা ELSS ফান্ডের তালিকা দেখে নিন

Last Updated:

ইএলএসএস মানে ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম। এই ফান্ডের টাকা মূলত শেয়ারে বিনিয়োগ করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কর বাঁচাতে অনেকেই আর্থিক বছরের শেষ তিন মাসে প্রচুর বিনিয়োগ করেন। খোঁজেন, আয়কর আইনের ধারা ৮০সি-এর আওতায় কোথায় কোথায় বিনিয়োগ করলে ১.৫ লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। এদিক থেকে দেখলে ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড বা ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম আদর্শ।
advertisement

ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড বা ইক্যুইটি লিঙ্কড সেভিং স্কিমে বিনিয়োগ থেকে আয়কর আইনের ধারা ৮০সি-এর আওতায় ছাড় পাওয়া যায়। ইএলএসএস-এ এক অর্থবর্ষে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন করদাতা। বছর শেষে সেই বিনিয়োগের উপর ডিডাকশন দাবি করা যায়।

আরও পড়ুন: এক বছরে ৫০ শতাংশের বেশি রিটার্ন! রইল সেরা ৫ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের তালিকা

advertisement

ইএলএসএস স্কিম কী: ইএলএসএস মানে ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম। এই ফান্ডের টাকা মূলত শেয়ারে বিনিয়োগ করা হয়। তাই ঝুঁকি অনেক বেশি। বিনিয়োগ করার আগে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা উচিত, বিশেষ করে যাঁরা ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে প্রথমবার বিনিয়োগ করছেন। ফিক্সড ডিপোজিট, পিপিএফ বা ন্যাশনাল সেভিংস স্কিমের মতো ইএলএসএস-এ নিশ্চিত রিটার্নের কোনও গ্যারান্টি নেই। বাজার পড়লে বড়সড় লোকসান সহ্য করার জন্য তৈরি থাকতে হবে।

advertisement

এখন প্রশ্ন উঠতে পারে, এত ঝুঁকি নিয়ে ইএলএসএস স্কিমে বিনিয়োগ করার দরকারটা কী? এর উত্তর হল, দীর্ঘমেয়াদে উচ্চ রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগেই বলা হয়েছে, ট্যাক্স সেভিংস স্কিম স্টকে বিনিয়োগ করে, আর স্টক সাধারণত দীর্ঘমেয়াদে উচ্চ রিটার্ন দেয়। যেমন ইএলএসএস স্কিমে গত দশ বছরে গড় রিটার্নের হার ১৬.৩৮ শতাংশ। ফিক্সড ডিপোজিট বা পিপিএফের রিটার্নের তুলনায় অনেক বেশি।

advertisement

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডের SIP-তে বিনিয়োগ করার সময় এই ১০ ভুল ভুলেও করবেন না, সতর্ক হন এখনই

ইএলএসএস স্কিমে বিনিয়োগের আরও একটা কারণ হল, এর লক ইন পিরিয়ড অন্যান্য ট্যাক্স সেভিংস স্কিমের তুলনায় কম। সর্বনিম্ন লক ইন পিরিয়ডের মেয়াদ ৩ বছর। অন্য দিকে, পিপিএফে ১৫ বছরের লক ইন পিরিয়ড রয়েছে, যদিও ছয় বছর পর আংশিক প্রত্যাহারের অনুমতি পাওয়া যায়। এনএসসি আবার পাঁচ বছর মেয়াদি স্কিম। তাই তিন বছরে টাকা তোলার সুবিধা পেতে চাইলে ইএলএসএস-এ বিনিয়োগ করতে হবে। কিন্তু তিন বছরে দুর্দান্ত রিটার্ন পাওয়ার আশা না করাই ভাল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অগাস্টের সেরা ইএলএসএস ফান্ডের তালিকা: কানারা রোবেকো ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড, মিরা অ্যাসেট ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড, ইনভেস্কো ইন্ডিয়া ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড, ডিএসপি ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড, কোয়ান্ট ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ELSS স্কিম কী? কত রিটার্ন দেয়? অগাস্টের সেরা ELSS ফান্ডের তালিকা দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল