অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের মতো গত সপ্তাহেই রেপো রেট বাড়িয়েছে আরবিআই। ফলে সুদের হার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতেও ফিক্সড ডিপোজিটে চোখ ধাঁধানো সুদ দিচ্ছে ৪ বেসরকারি ব্যাঙ্ক। যা মূল্যস্ফীতির হারের চেয়েও বেশি। মার্চ মাসে মূল্যস্ফীতির হার ৬.৯৫ শতাংশ। সেখানে এই চারটি ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ২ কোটি টাকার কম এফডি-তে ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে।
advertisement
আরও পড়ুন: নাম-গোত্রহীন ডিজিটাল মুদ্রা নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের সামনে অনেক চ্যালেঞ্জ
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক: প্রবীণ নাগরিকদের জন্য ২ বছর থেকে শুরু করে ৫ বছর ১ মাসের এফডি-তে ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। ৫ বছর মেয়াদের ট্যাক্স সেভিংস স্কিমেও ৭ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, এফডি-র আয় থেকে আয়কর আইনের ৮০সি ধারায় ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়।
এই ব্যাঙ্কে ১ বছর থেকে ২ বছরের কম এবং ৬১ মাস বা তার বেশি মেয়াদের এফডিতে ৬.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। ২৭০ দিন থেকে ৩৬৪ দিন পর্যন্ত মেয়াদে সুদ মিলছে ৬ শতাংশ হারে।
আরও পড়ুন: কানাড়া ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে এবার গুণতে হবে আরও বেশি ইএমআই!
ইয়েস ব্যাঙ্ক: প্রবীণ নাগরিকদের জন্য ৩ বছর থেকে শুরু করে ১০ বছর বা তার কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে ইয়েস ব্যাঙ্ক। ১৮ মাসের কম এবং ১৮ মাস থেকে ৩ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে সুদের হার যথাক্রমে ৬.৪০ শতাংশ এবং ৬.৬৬ শতাংশ। স্বল্প সময়ের জন্য, ইয়েস ব্যাঙ্কের সুদের হার বয়স্কদের জন্য ৩.৭৫ শতাংশ থেকে শুরু করে ৫.৫৮ শতাংশ পর্যন্ত। উল্লেখ্য, ইয়েস ব্যাঙ্কে ন্যূনতম ১০০০০ টাকার এফডি করতে হয়।
আরবিএল ব্যাঙ্ক: ২৪ থেকে ৩৬ মাস মেয়াদে ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের ৭ শতাংশ সুদ দিচ্ছে আরবিএল ব্যাঙ্ক। ৩৬ থেকে ৬০ মাস মেয়াদে এই সুদের হার ৬.৮০ শতাংশ। ৬ বছর মেয়াদে ট্যাক্স সেভিংস স্কিমেও একই হারে সুদ পাওয়া যাচ্ছে। ১ বছর থেকে ২ বছর মেয়াদের এফডি-তে সুদের হার ৬.৭৫ শতাংশ।
আরও পড়ুন: লিটার প্রতি পেট্রোল-ডিজেলের দাম কত? ট্যাঙ্ক ভর্তি করার আগে চেক করুন লেটেস্ট রেট
বন্ধন ব্যাঙ্ক: ২ বছর থেকে ৫ বছরের কম মেয়াদে ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক। এক বছর এবং তার কম মেয়াদে এই সুদের হার ৬.৫ শতাংশ। ৫ বছরের বেশি থেকে ১০ বছর মেয়াদী এফডি-তে ৬.৩৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে।