আরও পড়ুন: সস্তা হল সোনা, দেখে নিন আজ কলকাতায় ১০ গ্রামের দাম
ডিসেম্বরে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays in December) ৷ এর মধ্যে ৪দিন রবিবার রয়েছে ৷ ডিসেম্বরে বড় দিনের জন্য গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ আরবিআই এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আলাদা আলাদা রাজ্যে বিভিন্ন উৎসব ও গুরুত্বপূর্ণ দিন অনুযায়ী ব্যাঙ্কের আলাদা আলাদা দিন ছুটি থাকে ৷ আরবিআই-এর গাইডলাইন অনুযায়ী, রবিবার ছাড়া মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে ৷
advertisement
আরও পড়ুন: ফের বাড়ল না কমল ? দেখে নিন আজ আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম....
- ৩ ডিসেম্বর- পানাজিতে ফেস্ট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ারে বন্ধ থাকবে ব্যাঙ্ক
- ৫ ডিসেম্বর- রবিবার
-১১ ডিসেম্বর- মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে
-১২ ডিসেম্বর- রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
-১৮ ডিসেম্বর- শিলংয়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক
-১৯ ডিসেম্বর- রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক
-২৪ ডিসেম্বর- ক্রিসমাসে আইজলে বন্ধ থাকবে ব্যাঙ্ক
আরও পড়ুন: খোলা যায় যে কোনও ব্যাঙ্ক থেকে, এক নজরে দেখে নিন অটল পেনশন যোজনার সুবিধা!
-২৫ ডিসেম্বর- বেঙ্গালুরু ও ভুবনেশ্বর ছাড়া সমস্ত জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
-২৬ ডিসেম্বর- রবিবার
-২৭ ডিসেম্বর- ক্রিসমাস সেলিব্রেশনের জন্য আইজলে বন্ধ থাকবে ব্যাঙ্ক
-৩০ ডিসেম্বর- শিলংয়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক
-৩১ ডিসেম্বর- আইজলে ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে