এক মাসে LIC-র স্টকে ২১ শতাংশের বেশি পতন
তালিকাভুক্ত হওয়ার পর থেকে LIC-র শেয়ারে ক্রমাগত পতন হতে দেখা গিয়েছে। LIC-র আইপিও-র দাম শেয়ার প্রতি ছিল ৯৪৯ টাকা। এই আইপিও তার ইস্যু মূল্যের থেকেও নিচে নেমে গিয়েছে এবং ক্রমাগত পতন অব্যাহত রয়েছে। এই আইপিও-র দাম ইস্যু মূল্য থেকে ২৫ শতাংশেরও বেশি কমে ৬৯০ টাকায় নেমে এসেছে আজ৷ এই স্টকটিতে বিনিয়োগকারীদের ১ লক্ষ কোটি টাকারও বেশি ডুবে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: রানাঘাট স্টেশনে ঘুরছিলেন মহিলা, ব্যাগের মধ্যে এ কী জিনিস! চক্ষু চড়কগাছ সকলের
আরও পড়ুন: সাত বিজেপি বিধায়কের সাসপেনশন কি উঠবে? স্পিকারের সিদ্ধান্তে প্রবল ক্ষোভ
১.৬৫ লক্ষ কোটি টাকা ক্ষতি বিনিয়োগকারীদের
LIC-র শেয়ারে টাকা বিনিয়োগ করে ফেঁসে গিয়েছেন অনেক বিনিয়োগকারী। LIC-র শেয়ার তালিকাভুক্ত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১.৬৫ লক্ষ কোটি টাকা ডুবে গিয়েছে বিনিয়োগকারীদের। আইপিও-র দাম অনুসারে, তালিকাভুক্তির সময় এলআইসির মার্কেট ক্যাপ ছিল ৬.০২ লক্ষ কোটি টাকা। আজ তথা সোমবার বেলা ১১টার সময়ে এই স্টকটির মার্কেট ক্যাপ ৪.৩৪ লক্ষ কোটি টাকা। এই তথ্য অনুযায়ী বিনিয়োগকারীদের ১.৬৫ লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গোটা বাজারের সেন্টিমেন্ট ইতিবাচক না হওয়া পর্যন্ত LIC-তে উন্নতির সম্ভাবনা কম রয়েছে। এই স্টক এখন ৬৫০ টাকা পর্যন্ত যেতে পারে। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হলে এই স্টক ধরে রাখা উচিত, যদিও এখন নতুন অবস্থান তৈরি করার সঠিক সময় নয়।