সরকারের তরফে প্যান ও আধার লিঙ্কিংয়ের ডেডলাইন ৩০ সেপ্টেম্বর ২০২১ দেওয়া হয়েছে ৷ এরকমই একটি নিয়ম মার্কেট রেগুলেটর সেবি-র তরফেও নেওয়া হয়েছে এবং বিনিয়োগকারীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্যান ও আধার লিঙ্ক করতে বলা হয়েছে ৷ একই ভাবে এলআইসি-র সঙ্গেও প্যান লিঙ্ক করার কথা বলা হয়েছে ৷
বাড়িতে বসেই এখন প্যানের সঙ্গে এলআইসি পলিসি লিঙ্ক করতে পারবেন ৷ দেখে নিন কী করতে হবে-
১. LIC-র ওয়েবসাইটে পলিসির লিস্টের সঙ্গে প্যানের তথ্য দিন ৷
২. এরপর নিজের মোবাইল নম্বর রেজিস্টার করুন ৷ এলআইসি-র তরফে মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ৷ সেটা দিতে হবে ৷
advertisement
৩. ফর্ম সাবমিট হওয়ার পর রেজিস্ট্রেশন রিকোয়েস্ট সফল হওয়ার মেসেজ আসবে ৷
৪. এরপর আপনাকে জানানো হবে যে পলিসির সঙ্গে প্যান লিঙ্ক হয়ে গিয়েছে ৷
পলিসির স্টেটাস কীভাবে চেক করবেন ?
- প্রথমে https://www.licindia.in/ ওয়েবসাইটে যেতে হবে ৷ এরপর স্টেটাস জানার জন্য রেজিস্ট্রেশন করাতে হবে ৷
- রেজিস্ট্রেশন করানোর জন্য কোনওরকমের চার্জ দিতে হবে না ৷ এর জন্য নিজের নাম, জন্মতারিখ, পলিসি নম্বর দিতে হবে ৷ একবার রেজিস্ট্রেশন হওয়ার পর যে কোনও সময় স্টেটাস চেক করতে পারবেন ৷
- পলিসি সম্বন্ধে কিছু জানার থাকলে 022 6827 6827 নম্বরে ফোন করতে পারেন ৷ এছাড়া 9222492224 নম্বরে LICHELP<পলিসি নম্বর> লিখে মেসেজ পাঠাতে পারেন ৷ মেসেজ পাঠানোর জন্য কোনও টাকা কাটা হবে না ৷
advertisement
এসএমএস-এর মাধ্যমে কীভাবে মিলবে তথ্য ?
- এসএমএস-পাঠিয়েও পলিসির স্টেটাস জানতে পারবেন ৷ এর জন্য 56677 নম্বরে SMS পাঠাতে হবে ৷
- পলিসির প্রিমিয়াম সম্বন্ধে জানতে হলে ASKLIC PREMIUM লিখে 56677 নম্বরে SMS পাঠাতে হবে ৷
- পলিসি ল্যাপ্স হয়ে গেলে ASKLIC REVIVAL টাইপ করে এসএমএস করতে হবে ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2021 12:45 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC-র সমস্ত পলিসি হোল্ডারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, জেনে নিন এখুনি...