TRENDING:

ইউটিউব থেকে 'ট্রিক' শিখে ৩ একর জমিতে করে ফেললেন 'এই' চাষ! ঘরে আনছেন লাখ লাখ টাকা! কী ভাবে জানুন

Last Updated:

ইউটিউব থেকে বীজ সম্পর্কে তথ্য পেয়ে তিনি কেবল নতুন জাতের চাষ শুরুই করেননি, বরং কম খরচে ভাল ফলন এবং লাভ দুই পাচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেশ আমাদের কৃষিপ্রধান। কিন্তু, কৃষিকাজ মোটেও সহজ কাজ নয়। কেন না, তা বেশ কয়েকটি শর্তাবলীর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। তার মধ্যে আবহাওয়া হল অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। সব আবহাওয়ায় সব চাষ সম্ভব হয় না কৃষকদের পক্ষে। সেই জন্যই বছরের একেক সময়ে একেক রকমের ফসল বাজারে আসে। সে কথা মাথায় রেখে কৃষিকাজ পরিচালনা করা উচিত, যাতে কৃষককে লোকসানের সম্মুখীন হতে না হয়।
ইউটিউব থেকে বীজ সম্পর্কে তথ্য পেয়ে তিনি কেবল নতুন জাতের চাষ শুরুই করেননি, বরং কম খরচে ভাল ফলন এবং লাভ দুই পাচ্ছেন।
ইউটিউব থেকে বীজ সম্পর্কে তথ্য পেয়ে তিনি কেবল নতুন জাতের চাষ শুরুই করেননি, বরং কম খরচে ভাল ফলন এবং লাভ দুই পাচ্ছেন।
advertisement

ফিরোজাবাদের একজন কৃষক তাই আধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল তথ্য এমনভাবে ব্যবহার করেছেন যে, এটি আজ অনেক কৃষকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। ইউটিউব থেকে বীজ সম্পর্কে তথ্য পেয়ে তিনি কেবল নতুন জাতের চাষ শুরুই করেননি, বরং কম খরচে ভাল ফলন এবং লাভ দুই পাচ্ছেন।

ট্রেনে যাচ্ছিলেন বৃদ্ধ, TT টিকিট চাইলে বললেন, ‘আমার বয়সটাই তো…’, কিন্তু হাতে যা দেখালেন, স্তম্ভিত গোটা কোচ!

advertisement

‘স্বামীর সঙ্গে এক ঘরে রাত কাটাই না…’ একসময় ‘বোল্ড’ স্টাইলে বলিউড কাঁপিয়েছিলেন কলকাতার মেয়ে, সেই ‘ডার্ক হিরোইন’ আজ কোথায় জানেন?

তিন একর জমিতে বিভিন্ন ধরনের তরমুজ চাষ –

কালুপুরা গ্রামের বাসিন্দা কৃষক এভরন সিং যাদব বিগত তিন বছর ধরে তরমুজ চাষ করছেন। তিনি তাঁর তিন একর জমিতে বিভিন্ন জাতের তরমুজ লাগিয়েছেন। এভরন সিং জানান যে, তিনি ইউটিউবের মাধ্যমে এই জাতগুলি সম্পর্কে তথ্য পেয়েছেন। অনলাইন ভিডিও দেখে, তিনি বীজের গুণমান বুঝতে পেরেছিলেন এবং বাজার থেকে বীজ কিনে জমিতে রোপণ করেছিলেন।

advertisement

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তার পর বাড়ি ছেড়ে সন্ন্যাস! বিকাশ কী ভাবে এখন স্বামী বিবেকানন্দ গিরি? জানলে চমকাবেন

কম খরচে বেশি লাভ –

তরমুজ চাষের খরচ খুবই কম এবং লাভও বেশি। এভরন সিং বলেন যে, এক একর জমি চাষের খরচ প্রায় ২৫,০০০ টাকা, যেখানে এক মরশুমে আয় হয় ৭০,০০০ থেকে ৮০,০০০ টাকা। তিনি বেড পদ্ধতি ব্যবহার করে তরমুজ চাষ করেন, যার ফলে সেচ সহজ হয় এবং ফসল পর্যাপ্ত জল পায়।

advertisement

কেসর, নির্মল, নামধারী এবং বরফি কৃষকদের পছন্দ –

এভরন সিং বলেন যে, তাঁর জমিতে নামধারী, কেসর, নির্মল এবং বরফি সহ অনেক জাতের তরমুজ জন্মায়। এর মধ্যে, ‘নির্মল’ জাতটিকে সেরা বলে মনে করা হয়। কারণ এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এর ফলে ফসলের ক্ষতির সম্ভাবনা অনেক কমে যায়।

স্থানীয় বাজারে বিক্রয় –

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এভরন সিং ফিরোজাবাদের বাজারেই তাঁর উৎপাদিত পণ্য বিক্রি করেন। এটি তাঁকে অতিরিক্ত পরিবহন খরচ থেকে বাঁচায় এবং লাভ আরও বৃদ্ধি পায়। স্থানীয় ক্রেতাদের মধ্যে এই তরমুজের ভাল চাহিদা রয়েছে, যার কারণে তাঁর আয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ইউটিউব থেকে 'ট্রিক' শিখে ৩ একর জমিতে করে ফেললেন 'এই' চাষ! ঘরে আনছেন লাখ লাখ টাকা! কী ভাবে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল