২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে ৭ থেকে ৩০ দিনের সময়ে ২.৫ শতাংশ সুদ দেওয়া হবে ৷ ৩১ থেকে ৯০ দিনের এফডি-তে ২.৭৫ শতাংশ মিলবে ৷ ৯১ থেকে ১২০ দিনের এফডি-তে ৩ শতাংশ এবং ১২১ থেকে ১৭৯ দিনের এফডি মিলবে ৩.২৫ শতাংশ সুদ ৷
১৮০ থেকে ২৬৯ দিনের এফডি গ্রাহকরা পেয়ে যাবেন ৪.২৫ শতাংশ সুদ ৷ ২৭০ থেকে ৩৬৪ দিনের এফডি-তে পেয়ে যাবেন ৪.৪ শতাংশ সুদ ৷ ৩৬৫ থেকে ৩৮৯ দিনের এফডি-তে মিলবে ৪.৫ শতাংশ সুদ ৷ ৩৯০ দিনের পর এবং ২৩ মাসে আগে ম্যাচিউর হওয়া এফডি-তে মিলবে ৪.৭৫ শতাংশ সুদ ৷
advertisement
সিনিয়র সিটিজেনরা পাবেন বাড়তি সুবিধা
প্রবীণ নাগরিকরা অন্যান্য গ্রাহকদের থেকে এফডি-তে বেশি সুদ পেয়ে থাকেন ৷ সিনিয়র সিটিজেনরা ৭ থেকে ১৪ দিনের এফডি-তে পেয়ে যাবেন ৩ শতাংশ সুদ ৷ ১৮০ দিনের এফডি-তে মিলবে ৪.৭৫ শতাংশ সুদ ৷ ৩৬৪ দিনের ফিক্সড ডিপোজিটে মিলবে ৪.৯ শতাংশ সুদ ৷ ২৩ মাসে এবং ২ বছরের কম এফডি-তে সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন ৫.৪ শতাংশ সুদ ৷ ৫ বছরের এফডি-তে মিলবে ৫.৭৫ শতাংশ সুদ ৷