২০২২ সালের দুর্গাপুজোয় এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য অধ্যাপক মিসেস এস গুপ্তার তত্ত্বাবধানে “ভারতীয় মুদ্রা পার্ক” এর একটি থিম তৈরি করা হয়েছিল এখানে। প্যান্ডেলে ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত স্মারক মুদ্রার প্রতিলিপিগুলি স্থাপন করা হয়েছিল। সেই সঙ্গে বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছিল। যাতে সকলে সেই মুদ্রাগুলির গুরুত্ব জানতে পারেন। তার মধ্যে একটি কল্পনাপ্রসূত মুদ্রায় উপর প্রতীকীভাবে লেখা ছিল “ইউনেস্কোর বাংলার দুর্গাপুজোকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি ২০২২”।
advertisement
আরও পড়ুন, ঠিক রাত বারোটা, এল একটি ফোন, বদলে গেল সব! হঠাৎ কার ‘কথায়’ গ্রেফতার জ্যোতিপ্রিয়?
আরও পড়ুন, সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়… বিশ্বকাপের মধ্যে এ কী বললেন ধোনি
এই বিষয়টিকে আরও প্রাসঙ্গিক করার জন্য, বাবুবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি কেন্দ্রীয় সরকারের টাকশাল, কলকাতার অফিসে একটি কয়েন তৈরি করার জন্য অনুরোধ জানায়। সেই অনুরোধে সাড়া দিয়ে এই কয়েন তৈরি করেছে কলকাতা টাকশাল। যে কেউ চাইলে এই কয়েন কিনতে পারবেন।
এই কয়েন কিনতে https://www.indiagovtmint.in/en/product/durga-puja-tombac-bronze-coin/ এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে এই কয়েনের দাম রাখা রয়েছে ১,২৩৫ টাকা। কয়েনটির ওজন ১০০ গ্রাম।