TRENDING:

হেডলাইট থেকে ফগলাইট; গাড়িতে LED আলোর ব্যবহার বেড়েই চলেছে, কারণ জানলে অবাক হবেন!

Last Updated:

অতীতে বেশি দামের আধুনিক গাড়িতে LED লাইটের ব্যবহার করা হলেও, বর্তমানে কম দামের গাড়িতেও ব্যবহার করা হচ্ছে LED লাইট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বর্তমানে বিভিন্ন ধরনের গাড়িতে LED লাইটের ব্যবহার অনেকটাই বেড়ে গেছে। LED লাইটের ব্যবহার শুধুমাত্র গাড়ির হেডলাইটের ক্ষেত্রেই করা হচ্ছে না। গাড়ির বিভিন্ন ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে LED লাইট, যেমন- টেললাইট, ফগলাইট ইত্যাদি। এছাড়াও দিনের বেলা ব্যবহার করার জন্য গাড়ির মধ্যে লাগানো হচ্ছে বিভিন্ন ধরনের LED লাইট। অতীতে বেশি দামের আধুনিক গাড়িতে LED লাইটের ব্যবহার করা হলেও, বর্তমানে কম দামের গাড়িতেও ব্যবহার করা হচ্ছে LED লাইট। বিভিন্ন ধরনর গাড়িতে বিভিন্ন ধরনের LED লাইট ব্যবহার করার বিভিন্ন কারণ রয়েছে। গাড়িতে LED লাইট ব্যবহার করার সেই কারণগুলো হল-
advertisement

আরও পড়ুন: অনলাইনে ড্রাগ বিক্রির মামলায় অ্যামাজন কর্তাদের গ্রেফতারের দাবি ব্যবসায়ী সংগঠনের !

LED লাইটের আলো বেশি সাদা হয়

LED লাইট তেজ আলো প্রদান করার ফলে এর আলোর রোশনাই বেশি সাদা হয়। হ্যালোজেন হলুদ আলো প্রদর্শন করার ফলে LED আলোর ব্যবহার বেশি করে হচ্ছে। কারণ LED এর মাধ্যমে একটা স্বচ্ছ উজ্জ্বল সাদা আলো প্রদর্শিত হয়, এতে দেখতেও সুবিধা হয়। এর ফলে বিভিন্ন ধরনের গাড়িতে LED লাইট ব্যবহার করার প্রচলন বেড়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন- এই এক টাকার নোট পাইয়ে দিতে পারে সাত লাখ টাকা! আপনার কাছে আছে নাকি দেখুন তো!

LED লাইটের মাধ্যমে কম শক্তির খরচ হয়

LED লাইট অন্যান্য লাইটের তুলনায় কম শক্তি এবং বিদ্যুৎ খরচ করে। এর ফলে LED লাইট ব্যবহার করলে খরচও কিছুটা কম হয়। বিভিন্ন ধরনের গাড়িতে LED লাইট ব্যবহার করলে ব্যাটারির খরচ অনেক কম হয়, এর ফলে সাশ্রয় হয় গাড়ির মালিকদের।

advertisement

আরও পড়ুন- বাজিমাত বিজেপির, দ্বিতীয় তৃণমূল! ত্রিপুরার ফলে 'খেলা শুরুর' হুঁশিয়ারি অভিষেকের

নর্মাল হ্যালোজেনের তুলনায় বেশি আলো

LED লাইট বিভিন্ন ধরনের হ্যালোজেন লাইটের তুলনায় অনেক বেশি আলো উৎপন্ন করতে সক্ষম। বাজারে বিভিন্ন ধরনের রেঞ্জের LED লাইট পাওয়া যায়। কম রেঞ্জের সঙ্গে সঙ্গে রয়েছে অনেক বেশি রেঞ্জের LED লাইট। গাড়ির ক্ষেত্রে তেজ আলো খুবই দরকারি। LED লাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের গাড়িতে অন্ধকারেও অনেক দূর অবধি পরিষ্কার দেখা যায়। এর ফলে গাড়িতে LED লাইটের ব্যবহার করলে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমে যায়।

advertisement

LED লাইট আকারে ছোট হয়

LED লাইট অন্যান্য হ্যালোজেন লাইটের তুলনায় আকারে অনেকটাই ছোট হয়। আকারে ছোট হলেও LED লাইট উজ্জ্বল, স্বচ্ছ এবং বেশি আলো প্রদান করে। LED লাইট বিভিন্ন রকমের রয়েছে। LED হেডলাইট অন্যান্য বিভিন্ন অটোমোটিভ LED লাইট রয়েছে। বিভিন্ন ডিজাইনের LED লাইট থাকার ফলে বিভিন্ন ধরনের গাড়িতে এই LED লাইট ব্যবহার করা যায়। LED লাইটের মাধ্যমে গাড়িতে বিভিন্ন ধরনের ডিজাইনও করা সম্ভব।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
হেডলাইট থেকে ফগলাইট; গাড়িতে LED আলোর ব্যবহার বেড়েই চলেছে, কারণ জানলে অবাক হবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল