এই প্রসঙ্গে একটি বিবৃতিতে অর্থ মন্ত্রক জানিয়েছে, ‘২০২৩-এর ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৩-এ শেষ হওয়া আর্থিক বছরের ২০২৩-২৪-এর তৃতীয় ত্রৈমাসিকের জন্য বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার সংশোধন করা হল’।
আরও পড়ুন: ATM থেকে ছেঁড়া নোট বেরিয়েছে? কী হবে? পুরো টাকাটাই কী তাহলে জলে
অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সর্বশেষ সুদের হার: সেভিংস ডিপোজিটে ৪ শতাংশ, ১ বছরমেয়াদি পোস্ট অফিসের টাইম ডিপোজিটে ৬.৯ শতাংশ, ২ বছর মেয়াদেরর পোস্ট অফিস টাইম ডিপোজিটে ৭ শতাংশ, ৩ বছর মেয়াদের পোস্ট অফিস টাইম ডিপোজিটে ৭ শতাংশ, ৫ বছর মেয়াদি পোস্ট অফিস টাইম ডিপোজিটে ৭.৫ শতাংশ, ৫ বছরের রেকারিং ডিপোজিটে ৬.৭ শতাংশ (৬.৫ শতাংশ আগে), ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে ৭.৭ শতাংশ, কিষাণ বিকাশ পত্রে ৭.৫ শতাংশ, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ৭.১ শতাংশ, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে ৮.০ শতাংশ, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৮.২ শতাংশ।
advertisement
ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার: এইচডিএফসি ব্যাঙ্ক ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে ৭.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। আইসিআইসিআই ব্যাঙ্কের সুদের হার ৭.৬০ শতাংশ। পিএনবি এবং এসবিআই ব্যাঙ্কে যথাক্রমে ৭.৭৫ এবং ৭.৫০ শতাংশ হারে সুদ মিলছে।
আরও পড়ুন: পোস্ট অফিস থেকে টাকা তুলতে পারছেন না ? অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে ? দেখে নিন কী করতে হবে
বর্তমানে মুদ্রাস্ফীতির হার: রিজার্ভ ব্যাঙ্কের অনুমান ছাপিয়ে আগস্টে মুদ্রাস্ফীতি ৬.৮৩ শতাংশে পৌঁছে যায়। তবে জুলাই মাসের ৭.৪৪ শতাংশের তুলনায় তা কম। বিশ্ব জুড়ে অপরিশোধিত তেল এবং খাদ্যের দাম বৃদ্ধির কারণেই এই মুদ্রাস্ফীতি বলে মনে করা হচ্ছে।
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প কী: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প সরকার সমর্থিত সেভিংস স্কিম। মূলত তিনটি ভাগে ভাগ করা হয় – সঞ্চয় আমানত, সামাজিক সুরক্ষা স্কিম এবং মাসিক আয় পরিকল্পনা। সঞ্চয় আমানতের মধ্যে ১-৩ বছরের টাইম ডিপোজিট এবং পাঁচ বছরের রেকারিং ডিপোজিট রয়েছে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এবং কিষাণ বিকাশ পত্রকেও এই বিভাগে ধরা হয়। সামাজিক নিরাপত্তা প্রকল্পের মধ্যে রয়েছে পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। মাসিক আয় পরিকল্পনায় রয়েছে মাসিক আয় অ্যাকাউন্ট।
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার প্রতি ত্রৈমাসিকের শেষে পর্যালোচনা করা হয়। এবং সেই অনুযায়ী পরবর্তী ত্রৈমাসিকের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। সুদের হার পর্যালোচনা পূর্ববর্তী ত্রৈমাসিকের G-Sec ফলনের ভিত্তিতে করা হয়ে থাকে।
৩০ জুন, ২০২৩-এর আগের পর্যালোচনাতে, সরকার বেশ কয়েকটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়িয়েছিল — ১ বছর এবং ২ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট এবং ৫ বছরের রেকারিং ডিপোজিট। সেপ্টেম্বর ২০২২-এর পর থেকে এটি ছিল চতুর্থ বৃদ্ধি। পরপর নয়টি ত্রৈমাসিকের এটি অপরিবর্তিত রাখার পরে সরকার অক্টোবর-ডিসেম্বর ২০২২ ত্রৈমাসিকে কিছু ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়ায়।
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F