আইপিও তারিখ: ৪ মে খুচরো বিনিয়োগকারীদের জন্য খুলবে এলআইসি-র আইপিও। বিড করা যাবে ৯ মে পর্যন্ত। শেয়ারগুলো বাজারে তালিকাভুক্ত হবে ১৭ মে।
আরও পড়ুন: আগামী কিস্তির টাকা চান ? তাহলে শীঘ্রই এই ৫টি স্টেপ সম্পূর্ণ করুন....
প্রাইস ব্যান্ড: আইপিও-র প্রাইস ব্যান্ড রাখা হয়েছে ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকা। পলিসিহোল্ডাররা ৬০ টাকা এবং কর্মীরা ৪৫ টাকা ছাড় পাবেন।
advertisement
আইপিও-র উদ্দেশ্য: সরকার আইপিও-র মাধ্যমে শেয়ার বাজারের সুবিধা নিতে চায়। তাই অফার ফর সেলের আওতায় বিনিয়োগকারীদের জন্য ২২১,৩৭৪,৯২০ শেয়ার ইস্যু করা হচ্ছে।
আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের নতুন রেট জারি, ট্যাঙ্ক ফুল করার আগে চেক করে নিন লেটেস্ট দাম
কমপক্ষে ১৫ টি শেয়ারের জন্য বিড করতে হবে: বিনিয়োগকারীকে কমপক্ষে ১ লট অর্থাৎ ১৫ টি শেয়ারের জন্য বিড করতে হবে। এইভাবে একজন বিনিয়োগকারী সর্বোচ্চ ১৪ টি লটের জন্য বিড করে মোট ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন।
অফারের বিবরণ: সরকার এই আইপিও-র মাধ্যমে ২১ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখেছে। পুরোটাই অফার ফর সেল। আইপিওর মোট আকারের মধ্যে ৫০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য, ১৫ শতাংশ অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এবং অবশিষ্ট ৩৫ শতাংশ খুচরা বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত।
আরও পড়ুন: চোখ বুলিয়ে নিন ভারতের শীর্ষ ১০ আইপিও-র তালিকায়, এক নম্বরে কে বলুন তো
প্রতিষ্ঠান সম্পর্কে: এলআইসি ভারতের বৃহত্তম বিমা কোম্পানি। এর ৬১ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে। মোট সম্পদের পরিপ্রেক্ষিতে এটি বিশ্বের দশম বৃহত্তম বিমা কোম্পানি। এলআইসি ৪০ লক্ষ কোটি টাকার সম্পদ পরিচালনা করে। সংস্থার সঙ্গে ১৩.৫ লক্ষ এজেন্ট যুক্ত।
আর্থিক তথ্য: ২০২১-২২ অর্থবর্ষে এলআইসি-র এইউএম ছিল ৩৭,৪৬,৪০৪ কোটি। যা তার আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। এই সময়ে কোম্পানির মুনাফা ২৭১০ কোটি টাকা থেকে বেড়ে ২৯৭৪ কোটি টাকা হয়েছে।
কোম্পানির শক্তি এবং ব্যবসায়িক নীতি: কোম্পানির শক্তি হল এটা ভারতের মতো একটা দেশের বৃহত্তম বিমা প্রদানকারী সংস্থা। এ দেশে বিমা এখনও পর্যন্ত খুব একটা জনপ্রিয় নয়। কিন্তু অপরিসীম সম্ভাবনা রয়েছে। ভারতের প্রত্যন্ত গ্রামেও এলআইসি-র উপস্থিতি রয়েছে এবং এটা একটা নির্ভরযোগ্য ব্র্যান্ড।
প্রতিকূলতা: বেসরকারি বিমা কোম্পানিগুলির সঙ্গে প্রতিযগিতায় ক্রমশ পিছিয়ে পড়ছে এলআইসি। বর্তমানে এর ৬০ শতাংশের বেশি মার্কেট শেয়ার থাকা সত্ত্বেও ২০১৬ থেকে ২০২১ অর্থবর্ষে সিএজিআর-এ মাত্র ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে বেসরকারি সংস্থাগুলির বৃদ্ধি ১৮ শতাংশ। ডিজিটাল দুনিয়াতেও এলআইসি খুব একটা শক্তিশালী নয়।
জিএমপি, বরাদ্দ এবং তালিকা: গ্রে মার্কেটে এলআইসি-র শেয়ার প্রতি দর চলছে ৮৫ টাকা। যা এর প্রাইস ব্যান্ডের চেয়ে ১০ শতাংশ বেশি। ১২ এর শেয়ার বরাদ্দ করা হবে। তালিকাভুক্ত হবে ১৭ মে।