TRENDING:

PM Kisan: বাড়ানো হল পিএম কিষানের e-KYC-র ডেডলাইন, জেনে নিন পুরো পদ্ধতি...

Last Updated:

PM Kisan: লিস্টে এই ভাবে চেক করে নিন নিজের নাম-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্র সরকার কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) শুরু করেছিল ৷ চলতি মাসের শুরুতেই এই স্কিমের ১১ তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০ কোটির বেশি কৃষকদের জন্য ২১,০০০ কোটির টাকার বেশি জারি করেছেন ৷ আপনিও যদি এই যোজনার সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে ১২ তম কিস্তির টাকা পাওয়ার জন্য ই-কেওয়াসি প্রক্রিয়া পুরো করতে হবে ৷
advertisement

আরও পড়ুন: পেনশন দ্বিগুণ, ১৫ হাজার টাকার সীমা প্রত্যাহারের সম্ভাবনা, EPS-এর বড়সড় আপডেট

ই-কেওয়াইসি প্রক্রিয়া পুরো না করলে ১২তম কিস্তির টাকা পাবেন না কৃষকরা ৷ এর আগে ই-কেওয়াইসি করার শেষ তারিখ ৩১ মে,২০২২ দেওয়া হয়েছিল ৷ পিএম কিষানের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে ই-কেওয়াইসি করার ডেডলাইন বাড়িয়ে ৩১ জুলাই ২০২২ করা হয়েছে ৷ এই যোজনায় নাম নথিভুক্ত করা থাকলে অবশ্যই চেক করে নিন আপনার ই-কেওয়াইসি করা আছে কিনা ৷ না থকলে শীঘ্রই সেটা আপডেট করুন ৷

advertisement

আরও পড়ুন: অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড কী? কোন ব্যাঙ্ক দিয়েছে বেশি রিটার্ন?

লিস্টে এই ভাবে চেক করে নিন নিজের নাম-

প্রধানমন্ত্রী কিষান যোজনার ওয়েবসাইটে গিয়ে নিজের নাম চেক করতে পারবেন ৷ এর জন্য https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে গিয়ে ফার্মাস কর্নারে ক্লিক করতে হবে ৷ এরপর Beneficiary List এ ক্লিক করতেই একটি পেজ খুলে যাবে ৷ নতুন পেজে আপনার রাজ্য, জেলা, ব্লক ও গ্রামের নাম দিতে হবে ৷ এরপর গেট রিপোর্টে যেতে হবে ৷ এখানে কৃষকদের নামে লিস্ট বেরিয়ে আসবে যেখানে নিজের নাম চেক করে নিতে পারবেন ৷

advertisement

আরও পড়ুন: আইটি এবং অটো সেক্টরের শেয়ারগুলির দুর্দান্ত পারফরমেন্স! সেনসেক্সে দারুণ উত্থান

দেখে নিন কীভাবে করবেন ই-কেওয়াইসি ?

  • প্রথমে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে
  • এরপর ফার্মাস কর্নারে থাকা e-KYC ট্যাবে ক্লিক করতে হবে
  • যে পেজটি খুলবে তাতে আধার কার্ডের তথ্য দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে
  • এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি
  • advertisement

  • ওটিপি দিয়ে সাবমিট বটন ক্লিক করতে হবে
  • এর জন্য কোনও শুল্ক দিতে হবে না
  • সেরা ভিডিও

    আরও দেখুন
    লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
    আরও দেখুন

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: বাড়ানো হল পিএম কিষানের e-KYC-র ডেডলাইন, জেনে নিন পুরো পদ্ধতি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল