আরও পড়ুন: ফের দাম বাড়ল সোনা ও রুপোর, কেনার আগে দেখে নিন আজকের লেটেস্ট দাম....
সম্প্রতি আইআরসিটিসি তাদের অ্যাপ ব্যবহারকারীদের জন্য এক মাসে অনলাইন টিকিট বুকিংয়ের সীমা দ্বিগুণ করে দিয়েছে ৷ IRCTC আইডি আধারের সঙ্গে লিঙ্ক হওয়ায় এবার মাসে ২৪টি টিকিট বুকিং করা যাবে ৷ এর আগে ১২টি টিকিট বুকিং করা যেত ৷ এই ভাবে যাত্রীরা বাড়িতে বসে অ্যাপ ও রেলওয়ের ওয়েবসাইটের সাহায্যে ট্রেনের স্ট্যাটাসও চেক করতে পারবেন ৷
advertisement
আরও পড়ুন: দাম বাড়ছে অপরিশোধিত তেলের দাম, তাহলে কি আবারও বাড়বে পেট্রোল ও ডিজেলের দাম?
জেনে নিন ওয়েটিং লিস্টে থাকা আপনার টিকিট কনফার্ম হবে, না হবে না ?
একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রেল টিকিট বুকিং করার সময় আপনার টিকিট কনফার্ম হবে এর কোনও গ্যারেন্টি নেই ৷ ওয়েটিং লিস্টে নাম থাকায় বেশ চিন্তায় থাকতে হয় যাত্রীদের ৷ শেষ পর্যন্ত টিকিট কনফার্ম হবে কিনা তার কোনও গ্যারেন্টি নেই ৷ ফলে বাতিল হয়ে যেতে পারে যাত্রা ৷ তবে এবার রেলের অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই চিন্তা কিছুটা দূর করতে পারবেন যাত্রীরা ৷ অ্যাপের মাধ্যমে জানতে পারবেন আপনার টিকিট কনফার্ম হওয়ার কতটা চান্স রয়েছে ৷ এর জন্য আপনার ট্রেনের পিএনআর দরকার লাগবে ৷
আরও পড়ুন: কোথায় টাকা ইনভেস্ট করা বেশি লাভজনক ? SBI-এর এফডি না পোস্ট অফিসের টাইম ডিপেজিট
কী করতে হবে দেখে নিন.....
- প্রথমে IRCTC ওয়েবসাইটে যেতে হবে
- এরপর নিজের আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করতে হবে
- যে পেজ খুলবে তাতে ট্রেনের পিএনআর দিয়ে Get Status এ ক্লিক করতে হবে
- স্ক্রোল ডাউন করে পেজের নীচের দিকে যেতে হবে
- Click Here to Get Confirmation Chance অপশনে ক্লিক করতে হবে
- একটি নতুন পপ আপ উইন্ডো খুলে যাবে ৷ এখানে আপনার টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা জানানো হবে