TRENDING:

Money Making Tips: বাঁশের সামগ্রী তৈরি করে আর্থিকভাবে সফল হওয়ার সুযোগ !

Last Updated:

Money Making Tips: রঘুনাথপুর এলাকায় একটি অস্থায়ী ক্যাম্প করে সেখানে ২৫ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : ভারত সরকারের উদ্যোগে কর্মসংস্থানের উদ্দেশ্যে বেকার যুবক যুবতী যারা শিল্পকলায় উৎসাহী তাদের একত্রিত করে এক মাসের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে। তপন বিধানসভার অন্তর্গত বালুরঘাট শহর লাগোয়া রঘুনাথপুর এলাকায় একটি অস্থায়ী ক্যাম্প করে সেখানে ২৫ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে। ভারত সরকারের উত্তর-পূর্ব ভারত ও বাম্বু মিশন কাউন্সিলের পক্ষ থেকে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
advertisement

এবিষয়ে সাংসদ সুকান্ত মজুমদার জানান, “বাংলার গ্রামাঞ্চলে বিশেষত আদিবাসী সমাজের মধ্যে বাঁশের বিভিন্ন হাতের কাজের প্রচলন দীর্ঘদিনের কিন্তু সেই শিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কিন্তু বাঁশের বিভিন্ন আসবাব এবং ঘর সাজানোর জিনিসপত্রের ভাল চাহিদা রয়েছে বিভিন্ন বাজারে। সেই দিকে নজর রেখেই এই ধরনের প্রশিক্ষণ এবং এর মাধ্যমে বেশ কিছু বেকার যুবক যুবতী তাদের নতুন কর্মসংস্থানের দিশা পাবে বলে মত প্রকাশ করেছেন তিনি।”

advertisement

আরও পড়ুন: ১৫ বছর পর অবসর নিতে চাইছেন ? বর্তমানে প্রতি মাসে ৫০,০০০ টাকা বিনিয়োগ কি যতেষ্ট হবে? দেখুন হিসেব

কেন্দ্রীয় সরকারের ‘বাম্বু মিশন’ প্রকল্পের প্রধান উদ্দেশ্যই হল উন্নত ও নতুন জাত দিয়ে ফলন বাড়ানো। সম্ভাব্য এলাকায়, বাঁশের জন্য এলাকা বাড়ানো। বাঁশের তৈরি হস্তশিল্পের প্রচার ও বিপণন। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড এবং উড়িষ্যা কে অন্তর্ভুক্ত করে শুরু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের ‘বাম্বু মিশন’ প্রকল্প। এর ফলে বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী তৈরির প্রশিক্ষণ, বাঁশের সামগ্রী তৈরি এবং বিপণনের মাধ্যমে এলাকার আর্থিক উন্নয়ন সম্ভব হচ্ছে। অন্যদিকে উত্তর পূর্বের আসাম, ত্রিপুরা বাঁশের সামগ্রী তৈরি করে আর্থিকভাবে সফল হয়েছে, এমনকি বিদেশেও রফতানি হচ্ছে।

advertisement

আরও পড়ুন: টাকা বাড়তেই থাকবে, SIP দেয় এই ৫ বড় সুবিধা, জানলেই বিনিয়োগও হবে স্মার্ট

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান এবং ঐতিহ্যগত জ্ঞানের নিখুঁত মিশ্রণের মাধ্যমে প্রযুক্তির বিকাশ। দক্ষ ও অদক্ষ শ্রমিকদের বিশেষ করে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এই প্রকল্পটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষক, স্থানীয় কারিগর এবং বাঁশ খাতে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিদের উপকৃত করবে। প্রায় এক লাখ হেক্টর জমিকে আবাদের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। এর ফলে বৃক্ষরোপণের ক্ষেত্রে প্রায় এক লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন। এমনকি বাঁশের পণ্য আমদানি করতে এবং কৃষকদের আয় বাড়াতে সাহায্য করবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: বাঁশের সামগ্রী তৈরি করে আর্থিকভাবে সফল হওয়ার সুযোগ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল