TRENDING:

অবসরের পর টাকা নিয়ে চিন্তা করতে হবে না, এই পেনশন প্ল্যানগুলো দেখে নিন!

Last Updated:

অবসর গ্রহণের পর আর্থিক নিরাপত্তার জন্য বিমা খাত কিছু সেরা পেনশন প্ল্যান নিয়ে এসেছে। সেগুলো দেখে নেওয়া যাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চাকরি থেকে অবসর নেওয়ার পর যেন আর্থিক টানাটানিতে পড়তে না হয়, সেটা মাথায় রেখেই তৈরি করা হয় অবসর পরিকল্পনা। চাকরির বছরগুলিতে নিয়মিত বিনিয়োগ করতে হয়। তৈরি করতে হয় বড় মূলধন। মুদ্রাস্ফীতিকে হারাতে এবং অবসর পরবর্তী সময়ে প্রয়োজনীয়তাগুলি পূরণ করার জন্য এই বিনিয়োগ জরুরি। এর সঙ্গে চাই উপযুক্ত পেনশন প্ল্যান। কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভ মিলবে সেটা না জানলে বিনিয়োগ বৃথা। অবসর গ্রহণের পর আর্থিক নিরাপত্তার জন্য বিমা খাত কিছু সেরা পেনশন প্ল্যান নিয়ে এসেছে। সেগুলো দেখে নেওয়া যাক।
advertisement

এলআইসি নিউ জীবন শান্তি প্ল্যান: এলআইসি-র নিউ জীবন শান্তি নন লিঙ্কড, একক প্রিমিয়াম পেমেন্ট প্ল্যান যা বিলম্বিত বার্ষিক বিকল্পগুলির মাধ্যমে রিটার্নের সুবিধা প্রদান করে। অনলাইন বা অফলাইন মোডে বিনিয়োগ করা যায়। এই প্ল্যানে বার্ষিক অর্থপ্রদানের দুটি মোড রয়েছে – জয়েন্ট লাইফ অ্যানুইটি এবং সিঙ্গল লাইফ অ্যানুইটি।

আরও পড়ুন: নিফটিতে পতন, আর সোনা-রুপোর দাম? দেখে নিন আজ বিনিয়োগের আগে বাজারের অবস্থা!

advertisement

মূল বৈশিষ্ট – ১। এককালীন বিনিয়োগের মাধ্যমে আয়ের দীর্ঘমেয়াদি উৎস তৈরি করা যায়। ২। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অ্যাড অন কভার মিলবে। ৩। বার্ষিক হারে ছাড় পাওয়া যায়। ৪। পলিসি হোল্ডাররা চারটি অ্যানুইটি মোড থেকে বেছে নিতে পারেন- মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক।

এইচডিএফসি লাইফ ক্লিক ২ রিটায়ার প্ল্যান: এইচডিএফসি লাইফ ক্লিক ২ রিটায়ার ইনস্যুরেন্স প্ল্যান ইউনিট-লিঙ্কযুক্ত অনলাইন ইনস্যুরেন্স প্ল্যান যা বাজার ভিত্তিক রিটার্ন প্রদান করে এবং অবসর-পরবর্তী প্রয়োজন মেটাতে সহায়তা করে।

advertisement

মূল বৈশিষ্ট - ১। এই প্ল্যানে ডেথ বেনিফিট পাওয়া যায়। এটা তহবিল মূল্যের বেশি বা প্রদত্ত প্রিমিয়ামের ১০৫ শতাংশ। ২। এই প্ল্যানে ভেস্টিং সুবিধাও মেলে। প্রিমিয়াম অ্যালোকেশন চার্জ লাগে না। ৩। পলিসি হোল্ডাররা আয়কর আইন ১৯৬১-এর ধারা ৮০ সিসিসি-র অধীনে কর ছাড়া পান।

আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ, জানুয়ারি পর্যন্ত বিড জমা দেওয়ার সময়সীমা বাড়াতে পারে সরকার!

advertisement

এসবিআই লাইফ সরল রিটায়ারমেন্ট সেভার: এটি স্বতন্ত্র, নন-লিঙ্কড, সেভিংস পেনশন প্ল্যান। এসবিআই লাইফ সরল রিটায়ারমেন্ট সেভার পলিসি হোল্ডারদের অবসর গ্রহণের সময় মোটা টাকা তৈরি করতে সহায়তা করে।

মূল বৈশিষ্ট – ১। পছন্দের টার্ম রাইডারের সঙ্গে লাইফ কভার নেওয়া যেতে পারে। ২। ডেথ বেনিফিটের সুবিধা পাইয়া যায়। ৩। পলিসি হোল্ডাররা আয়কর আইন ১৯৬১-এর ধারা ৮০ সিসিসি-র অধীনে কর ছাড়া পান।

advertisement

আইসিআইসিআই প্রু ইজি রিটায়ারমেন্ট প্ল্যান: আইসিআইসিআই প্রু ইজি রিটায়ারমেন্ট স্টকে বিনিয়োগের মাধ্যমে অবসরের পর নিয়মিত আয়ের উৎস তৈরি করা যায়।

মূল বৈশিষ্ট – এই প্ল্যানে মাসিক, দ্বি-বার্ষিক এবং বার্ষিকের মতো একাধিক পেমেন্ট ফ্রিকোয়েন্সি মোড। অর্থাৎ সুবিধা মতো কিস্তির টাকা দেওয়া যাবে। ২। ডেথ বেনিফিট মেলে, মোট প্রিমিয়ামের ১০৫ শতাংশ।

ম্যাক্স লাইফ গ্যারেন্টেড লাইফটাইম ইনকাম প্ল্যান: ম্যাক্স লাইফ গ্যারান্টেড লাইফ ইনকাম প্ল্যান প্রথাগত পেনশন প্ল্যান যা পলিসি হোল্ডারদের অবসর গ্রহণের পর নিয়মিত আয়ের জন্য বড় কর্পাস তৈরিতে সহায়তা করে।

মূল বৈশিষ্ট – ১। এই প্ল্যানে পলিসি হোল্ডার এবং তাঁর স্ত্রী যতদিন জীবিত থাকবেন ততদিন তাঁদের পেনশন দেওয়া হবে। ২। মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক বা বার্ষিক ভিত্তিতে পেনশন দেওয়া হয়।

বাজাজ অ্যালিয়াঞ্জ লং লাইফ গোল: এটি ইউনিট-লিঙ্কড, হোল লাইফ কভার। সেভিংস কর্পাস তৈরি করতে এবং ৯৯ বছর বয়স পর্যন্ত আয় করতে সাহায্য করে।

মূল বৈশিষ্ট – ১। পলিসি হোল্ডাররা লাইফ কভার চার্জের রিটার্ন থেকেও উপকৃত হন। ২। ৯৯ বছর বয়স পর্যন্ত নিশ্চিত আয়। ৩। পলিসি হোল্ডাররা ৮০ সি এবং ১০ (১০ডি)-র অধীনে কর ছাড় পেতে পারেন।

কোটাক প্রিমিয়ার পেনশন প্ল্যান: কোটাক প্রিমিয়ার পেনশন প্ল্যান প্রথাগত পেনশন প্ল্যানের মতোই। অনলাইনে বিনিয়োগ করা যায়। অবসরের পর মেলে মোটা টাকা।

মূল বৈশিষ্ট – ১। এই প্ল্যানে অ্যাসিওর্ড বোনাস পাওয়া যায়। ২। পলিসি হোল্ডাররা একাধিক প্রিমিয়াম পেমেন্ট মোড থেকে পছন্দ এবং সুবিধা অনুযায়ী বেছে নিতে পারেন। ৩। অ্যাসিওর্ড বেনিফিট ডেথ অথবা ভেস্টিংয়ে দেওয়া প্রিমিয়ামের ১০৫ শতাংশ। ৪। দুর্ঘটনাজনিত মৃত্যু অথবা অক্ষমতা থাকল অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।

এবিএসএলআই এমপাওয়ার পেনশন প্ল্যান: আদিত্য বিড়লা সান লাইফ এমপাওয়ার পেনশন ইউনিট লিঙ্কড নন পার্টিসিপেটিং পেনশন প্ল্যান। অবসর পরবর্তী জীবনে মোটা অঙ্কের টাকা প্রদান করা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মূল বৈশিষ্ট – ১। ডেথ বেনিফিট গ্যারান্টিযুক্ত বিমা বা পলিসি ফান্ডের মূল্য হিসাবে গণনা করা হয়। ২। এই প্ল্যানে ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী তহবিল তৈরির সুযোগ দেয়।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অবসরের পর টাকা নিয়ে চিন্তা করতে হবে না, এই পেনশন প্ল্যানগুলো দেখে নিন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল