তিনি জানতে চেয়েছেন, ‘প্রতি মাসে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা বিনিয়োগ করে দীর্ঘ ১০ বছরের মেয়াদে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চাই। এক্ষেত্রে উপযুক্ত পোর্টফোলিও কেমন হবে সেই বিষয়ে জানতে চাই। এছাড়াও প্রতিটা স্কিমে কত শতাংশ টাকা রাখা উচিত সেটা সম্পর্কেও স্পষ্ট ধারণা দিলে ভালো হয়’। শ্রীনাথ বেশি ঝুঁকি নিতে পছন্দ করেন বলে জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন - ট্রেনে কোথাও যাচ্ছেন? WhatsApp-এ একটা মেসেজ করে দিলেই চলে আসবে মনের মতো খাবার!
এর উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ শুরু করতে পারলে সবচেয়ে ভাল হবে। এতে ভবিষ্যতে আরও বিনিয়োগ করতে চাইলে আরও স্কিম যোগ করা যায়। ফ্লেক্সি ক্যাপ স্কিমগুলি ফান্ড ম্যানেজারের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে বাজার মূলধন এবং সেক্টর জুড়ে বিনিয়োগ করতে পারে। তাই দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য মধ্যপন্থী বিনিয়োগকারীদের জন্য এটা আদর্শ।
আরও পড়ুন - দ্বিগুণ টাকা চান? পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখুন, অ্যাকাউন্টে আসবে ডবল টাকা
এক্ষেত্রে ফ্লেক্সি ক্যাপ ফান্ডে বিনিয়োগ করতে চাইলে এসবিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড বিনিয়োগকারীদের কাছে আদর্শ হতে পারে। এই তালিকায় ক) পরাগ পারিখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড খ) ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড গ) পিজিআইএম ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ড ঘ) আদিত্য বিড়লা সান লাইফ ফ্লেক্সি ক্যাপ ফান্ড ঙ) এসবিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড এবং চ) কানারা রোবেকো ফ্লেক্সি ক্যাপ ফান্ডকে রাখা যেতে পারে।
প্রসঙ্গত, ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ফান্ড ম্যানেজারদের বাজার মূলধন এবং সেক্টর/থিম জুড়ে বিনিয়োগের স্বাধীনতা দেয়। ফান্ড ম্যানেজাররা বাজারে তার দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে যে কোনও জায়গায় বিনিয়োগ করতে পারেন। এই স্কিমগুলিতে পাঁচ থেকে সাত বছরের মেয়াদে বিনিয়োগ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।