TRENDING:

LIC Policy: সুরক্ষার পাশাপাশি অধিক রিটার্ন, মহিলারা পাবেন দ্বিগুণ সুবিধা, জানুন এলআইসি-র ধন রেখা পলিসি নিয়ে!

Last Updated:

LIC Policy: স্কিমটি চালু করা হয়েছিল ২০২১ সালের ডিসেম্বরে। এই স্কিমটি মধ্যে দুই ধরনের প্রিমিয়াম পেমেন্টের অপশন দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সাধারণ ভারতীয়রা নিজেদের উপার্জন করা টাকা বিনিয়োগ করার সময় সুরক্ষার পাশাপাশি ভালো রিটার্নেরও আশা করে থাকে। এমনই একটি ফিনান্স কোম্পানি হল এলআইসি (LIC)। এই কোম্পানিটি বিনিয়োগ করা টাকা সুরক্ষিত রাখার গ্যারান্টি দেওয়ার পাশাপাশি ভালো রিটার্নও দিয়ে থাকে। এলআইসি সময়ে সময়ে নতুন নতুন স্কিম শুরু করে থাকে। এরকম একটি স্কিম হল ধন রেখা (LIC Dhan Rekha Policy)। এই স্কিমটি চালু করা হয়েছিল ২০২১ সালের ডিসেম্বরে। এই স্কিমটি মধ্যে দুই ধরনের প্রিমিয়াম পেমেন্টের অপশন দেওয়া হয়েছে। একক এবং সীমিত প্রিমিয়াম, এই দুই ধরনের পেমেন্ট বিকল্পের মধ্যে থেকে নিজের পছন্দ অনুযায়ী বেছে নেওয়া যেতে পারে। এলআইসির তরফ থেকে জানানো হয়েছে যে মহিলাদের জন্য এই স্কিমে বিশেষ প্রিমিয়াম রেট রাখা হয়েছে। এছাড়া এই স্কিমে তৃতীয় লিঙ্গের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে।
advertisement

আরও পড়ুন: বাড়তে চলেছে পিপিএফ-সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার ? কী জানাল বিশেষজ্ঞরা

এই পলিসি সম্পর্কিত তথ্য সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক...

পলিসির মেয়াদ শেষ হওয়ার আগে যদি পলিসি গ্রহণকারীর মৃত্যু হয়, তবে তার পরিবারকে ধন রেখা স্কিমের অধীনে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পলিসি মেয়াদের মধ্যে বিমাকৃত রাশির একটি নির্দিষ্ট অংশ নির্দিষ্ট সময়ের ব্যবধানে ‘সারভাইভাল’ লাভ হিসেবে প্রদান করা হয়। তবে শর্ত হল যে পলিসিটি চালু অবস্থায় থাকতে হবে।

advertisement

পলিসির মেয়াদ শেষ হওয়ার পর পলিসি ধারককে গ্যারান্টিযুক্ত অর্থ প্রদান করা হয়। পলিসির মেয়াদ শেষ হওয়ার পর ইতিমধ্যে প্রাপ্ত টাকা বাদ না দিয়ে সম্পূর্ণ বিমাকৃত অর্থ প্রদান করা হয় পলিসি ধারককে।

আরও পড়ুন: বাড়ানো হল পিএম কিষানের e-KYC-র ডেডলাইন, জেনে নিন পুরো পদ্ধতি...

মৃত্যু হওয়ার পর তার পরিবার যে টাকা (Death Benefit) পায় তা এককভাবে বা কিস্তিতে ৫ বছর পর্যন্ত নেওয়া যেতে পারে। মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক অথবা বার্ষিক ভিত্তিতে এই কিস্তিগুলি নেওয়া যেতে পারে। মাসিক ভিত্তিতে ন্যূনতম কিস্তি ৫০০০ টাকা, ত্রৈমাসিক ভিত্তিতে ন্যূনতম কিস্তি ১৫০০০ টাকা, অর্ধবার্ষিক ভিত্তিতে ন্যূনতম কিস্তি ২৫০০০ টাকা এবং বার্ষিক ভিত্তিতে ন্যূনতম কিস্তি ৫০০০০ টাকা।

advertisement

ধন রেখা পলিসি হল একটি মানি ব্যাক প্ল্যান (Money Back plan)। এর মাধ্যমে বিনিয়োগ করা টাকা ফেরত পাওয়ার পাশাপাশি মেয়াদপূর্তির পর বোনাসও পাওয়া যায়।

আরও পড়ুন: পেনশন দ্বিগুণ, ১৫ হাজার টাকার সীমা প্রত্যাহারের সম্ভাবনা, EPS-এর বড়সড় আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

নিয়ম অনুযায়ী, এই প্ল্যানটি ৯০ দিনের শিশু থেকে শুরু করে ৮ বছর বয়সী বাচ্চাদের নামে নেওয়া যেতে পারে। একই ভাবে, বেশি বয়সী অর্থাৎ ৩৫-৫৫ বছরের ব্যক্তিরাও এর সুবিধা নিতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC Policy: সুরক্ষার পাশাপাশি অধিক রিটার্ন, মহিলারা পাবেন দ্বিগুণ সুবিধা, জানুন এলআইসি-র ধন রেখা পলিসি নিয়ে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল