আরও পড়ুন: চারদিনে ৩.২০ টাকা দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, দেখে নিন আর কত দাম বাড়বে ?
ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক -
সরকারের তরফে পিএম কিষান যোজনার জন্য ই-কেওয়াইসি (e-kyc for PM Kisan Samman Nidhi Yojana ) করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ কৃষকরা বাড়িতে বসে নিজের মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে ই-কেওয়াইসি প্রক্রিয়া সহজেই করতে পারবেন ৷
advertisement
আরও পড়ুন: আপনার Pan Card নকল নয় তো ? যাচাই করে নিন এই ভাবে...
রেশন কার্ডও বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে
সম্প্রতি কিষান যোজনার ক্ষেত্রে একাধিক বড় বদল করেছে কেন্দ্র সরকার ৷ এই যোজনায় নতুন রেজিস্ট্রেশন করালে রেশন কার্ড নম্বর (ration card in pm kisan scheme) দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে ৷ এর পাশাপাশি ডকুমেন্টের পিডিএফ বানিয়ে অনলাইন পোর্টালে আপলোড করতে হবে ৷ নতুন রেজিস্ট্রেশন করানোর সময় জমির নম্বর, আধার কার্ড, ব্যাঙ্কের পাসবুকের হার্ডকপি জমা দেওয়া আর বাধ্যতামূলক নয় ৷ এবার থেকে সফ্ট কপি জমা দিলেই হবে ৷
আরও পড়ুন: গোল্ড ফান্ড না কি গোল্ড ইটিএফ-এ বিনিয়োগ করবেন? আপনার লাভ কোনটাতে?
ই-কেওয়াইসি করবেন কী করে ?
- পিএম কিষান যোজনার ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে
- এবার কিষান কর্নার বিকল্পে eKYC লিঙ্কে ক্লিক করতে হবে
- এরপর নিজের আধার নম্বর দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে
- এখানে বেশ কিছু তথ্য দিতে হবে
- এবার সাবমিট বটন ক্লিক করেতই পুরো হয়ে যাবে ই-কেওয়াইসি প্রক্রিয়া