আরও পড়ুন: লঞ্চ হতে চলেছে BMW X4 SUV Facelift, ৫০ হাজার টাকা থেকে বুকিং শুরু!
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিনিয়র সিটিজেনদের জন্য 'উই কেয়ার' ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের পরিমাণ -
- ৭ দিন থেকে ৪৫ দিন সময় পর্যন্ত ৩.৪০ শতাংশ।
- ৪৬ দিন থেকে ১৭৯ দিন সময় পর্যন্ত ৪.৪০ শতাংশ।
advertisement
- ১৮০ দিন থেকে ২১০ দিন সময় পর্যন্ত ৪.৯০ শতাংশ।
- ২১১ দিন থেকে ১ বছর সময় পর্যন্ত ৪.৯০ শতাংশ।
- ১ বছর থেকে ২ বছর সময় পর্যন্ত ৫.৬০ শতাংশ।
- ২ বছর থেকে ৩ বছর সময় পর্যন্ত ৫.৭০ শতাংশ।
- ৩ বছর থেকে ৫ বছর সময় পর্যন্ত ৫.৯৫ শতাংশ।
- ৫ বছর থেকে ১০ বছর সময় পর্যন্ত ৬.৩০ শতাংশ।
প্ল্যানের যোগ্যতা -
ভারতের নাগরিক এবং ৬০ বছর বয়সী নাগরিকরাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 'উই কেয়ার' ফিক্সড ডিপোজিট স্কিমের সুবিধা গ্রহণ করতে পারবে। ভারতের বয়স্ক নাগরিকদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লঞ্চ করেছে এই 'উই কেয়ার' ফিক্সড স্কিম। এক নজরে দেখে নেওয়া যাক অন্য দুটি ব্যাঙ্কের স্কিমের সঙ্গে এই স্কিমের পার্থক্য।
আরও পড়ুন: একটা লটারির টিকিটই ভাগ্য বদলাতে পারে ! জেনে নিন আজকের রেজাল্ট
ICICI ব্যাঙ্ক -
ICICI ব্যাঙ্ক তাদের গোল্ডেন ইয়ার স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট স্কিম ২০২২ সালের ৩১ মার্চ অবধি বাড়িয়ে দিয়েছে। এই স্কিম সিনিয়র সিটিজেনদের জন্য। এই স্কিমে প্রায় ৬.৩০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে সিনিয়র সিটিজেনদের।
আরও পড়ুন: মাসের প্রথম দিনের বাম্পার খবর! কলকাতায় সোনা ফের সস্তা, প্রতি গ্রামে দামে পতন
HDFC ব্যাঙ্ক -
HDFC ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের জন্য নিয়ে এসেছে স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট স্কিম। HDFC-র সিনিয়র সিটিজেন কেয়ারের অধীনে এই ফিক্সড ডিপোজিটে দেওয়া হচ্ছে প্রায় ৬.২৫ শতাংশ সুদ।