TRENDING:

বাড়ল স্টেট ব্যাঙ্কের সিনিয়র সিটিজেনদের ‘উই কেয়ার’ ফিক্সড ডিপোজিট স্কিমের মেয়াদ, জানুন বিশদে!

Last Updated:

উই কেয়ার ফিক্সড ডিপোজিট স্কিমের মাধ্যমে পাওয়া যাবে আকর্ষণীয় সুদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের 'উই কেয়ার' (We Care) ফিক্সড ডিপোজিট স্কিমের সময় আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে। সিনিয়র সিটিজেনদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই 'উই কেয়ার' ফিক্সড ডিপোজিট স্কিমের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অবধি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই উই কেয়ার ফিক্সড ডিপোজিট স্কিমের অ্যাকাউন্ট ওপেন করা যাবে। ভারতের বয়স্ক নাগরিকদের জন্য নিয়ে আসা হয়েছে এই স্কিম। ৬০ বছর বয়সী ভারতীয় নাগরিকরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই উই কেয়ার ফিক্সড ডিপোজিট স্কিমের সুবিধা গ্রহণ করতে পারবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই উই কেয়ার ফিক্সড ডিপোজিট স্কিমের মাধ্যমে পাওয়া যাবে আকর্ষণীয় সুদ।
advertisement

আরও পড়ুন: লঞ্চ হতে চলেছে BMW X4 SUV Facelift, ৫০ হাজার টাকা থেকে বুকিং শুরু!

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিনিয়র সিটিজেনদের জন্য 'উই কেয়ার' ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের পরিমাণ -

- ৭ দিন থেকে ৪৫ দিন সময় পর্যন্ত ৩.৪০ শতাংশ।

- ৪৬ দিন থেকে ১৭৯ দিন সময় পর্যন্ত ৪.৪০ শতাংশ।

advertisement

- ১৮০ দিন থেকে ২১০ দিন সময় পর্যন্ত ৪.৯০ শতাংশ।

- ২১১ দিন থেকে ১ বছর সময় পর্যন্ত ৪.৯০ শতাংশ।

- ১ বছর থেকে ২ বছর সময় পর্যন্ত ৫.৬০ শতাংশ।

- ২ বছর থেকে ৩ বছর সময় পর্যন্ত ৫.৭০ শতাংশ।

- ৩ বছর থেকে ৫ বছর সময় পর্যন্ত ৫.৯৫ শতাংশ।

advertisement

- ৫ বছর থেকে ১০ বছর সময় পর্যন্ত ৬.৩০ শতাংশ।

প্ল্যানের যোগ্যতা -

ভারতের নাগরিক এবং ৬০ বছর বয়সী নাগরিকরাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 'উই কেয়ার' ফিক্সড ডিপোজিট স্কিমের সুবিধা গ্রহণ করতে পারবে। ভারতের বয়স্ক নাগরিকদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লঞ্চ করেছে এই 'উই কেয়ার' ফিক্সড স্কিম। এক নজরে দেখে নেওয়া যাক অন্য দুটি ব্যাঙ্কের স্কিমের সঙ্গে এই স্কিমের পার্থক্য।

advertisement

আরও পড়ুন: একটা লটারির টিকিটই ভাগ্য বদলাতে পারে ! জেনে নিন আজকের রেজাল্ট

ICICI ব্যাঙ্ক -

ICICI ব্যাঙ্ক তাদের গোল্ডেন ইয়ার স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট স্কিম ২০২২ সালের ৩১ মার্চ অবধি বাড়িয়ে দিয়েছে। এই স্কিম সিনিয়র সিটিজেনদের জন্য। এই স্কিমে প্রায় ৬.৩০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে সিনিয়র সিটিজেনদের।

আরও পড়ুন: মাসের প্রথম দিনের বাম্পার খবর! কলকাতায় সোনা ফের সস্তা, প্রতি গ্রামে দামে পতন

advertisement

HDFC ব্যাঙ্ক -

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

HDFC ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের জন্য নিয়ে এসেছে স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট স্কিম। HDFC-র সিনিয়র সিটিজেন কেয়ারের অধীনে এই ফিক্সড ডিপোজিটে দেওয়া হচ্ছে প্রায় ৬.২৫ শতাংশ সুদ।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়ল স্টেট ব্যাঙ্কের সিনিয়র সিটিজেনদের ‘উই কেয়ার’ ফিক্সড ডিপোজিট স্কিমের মেয়াদ, জানুন বিশদে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল