কী কী কভার করে?
আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদের মধ্যে একটি হল বাড়ি। তাই হোম ইনস্যুরেন্স করানো থাকলে দুর্ঘটনার সময় আর্থিক চাপ অনেকটা কমে যায়। একটি শক্তিশালী হোম ইনস্যুরেন্স পলিসির সাহায্যে ভূমিকম্প, বন্যা, ভূমিধস ও হারিকেনের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে হওয়া আর্থিক ক্ষতি থেকে নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব। এর পাশাপাশি আগুন ও বিস্ফোরণের কারণে হওয়া ক্ষতির উপরও কভার পাওয়া যায়। একটি হোম ইনস্যুরেন্স পলিসি নেওয়া থাকলে কোনও ঘটনার কারণে বাড়ির ক্ষতি হলে বাড়িটি মেরামত করা বা পুনর্নির্মাণ করার জন্য ইনস্যুরেন্স কোম্পানির তরফ থেকে অর্থ প্রদান করা হয়।
advertisement
আরও পড়ুন: কী কারণে আসতে পারে আয়করের নোটিশ, করদাতাদের কী কী তথ্য জানাতে হবে ITR ফর্মে
কভার করা হয় গৃহস্থালির জিনিসপত্রও
চুরি, আগুন বা অন্য কোনও দুর্যোগের কারণে যদি বাড়ির কোনো ক্ষতি হয় তবে গৃহস্থালির জিনিসপত্র, আসবাবপত্র, এমনকী পোশাকের উপরও কভার দেওয়া হয়। এছাড়া গয়নার মতো দামি জিনিসগুলিতেও কিছুটা কভার পাওয়া যায়। ভারতে হোম ইনস্যুরেন্স পলিসি হল প্যাকেজ পলিসি, যার অনেকগুলি বিভাগ রয়েছে এবং যা একাধিক কভার প্রদান করে।
হোম ইনস্যুরেন্স প্যাকেজ
চুরি, আগুন, দাঙ্গা, গৃহস্থালির জিনিসপত্রের ক্ষতি ও ঘরোয়া দুর্ঘটনার জন্যও কভার পাওয়া যায়। কিন্তু ব্যক্তি কোন ধরনের পলিসি নিয়েছেন তার উপরে এই কভার নির্ভর করে। হোম ইনস্যুরেন্স প্যাকেজের অধীনে ব্যক্তিগত দুর্ঘটনার জন্যও দাবি করা যেতে পারে। এর ফলে দুর্ঘটনার কারণে হওয়া আংশিক বা স্থায়ী অক্ষমতার জন্য ইনস্যুরেন্স কোম্পানির তরফ থেকে অর্থ প্রদান করা হতে পারে। হোম ইনস্যুরেন্স নেওয়ার আগে লিখে নেওয়া দরকার কী কী কভার লাগবে। এর পর সেই বিষয়ে বিমা সংস্থার কাছ থেকে বিস্তারিত জেনে নিতে হবে। তার পর সেই অনুযায়ী সঠিক হোম ইনস্যুরেন্স পলিসি বেছে নিলেই হল!