TRENDING:

LIC-র নতুন প্ল্যান! একবার প্রিমিয়াম দিয়ে সারা জীবন পেয়ে যাবেন ১২,০০০ টাকা

Last Updated:

এলআইসি-র নয়া Saral Pension scheme www.licindia.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে কিনতে পারবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পয়লা জুলাই নতুন স্কিম লঞ্চ করল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) ৷ দেশের সবচেয়ে বড় বিমা সংস্থা ১ জুলাই নিয়ে এল Saral Pension scheme ৷ এটি একটি নন-লিঙ্কড, সিঙ্গল প্রিমিয়াম যোজনা ৷ এই স্কিমে পলিসি শুরু হওয়ার দিন থেকে ৬ মাস পর লোন নেওয়ার সুবিধা রয়েছে ৷ অনলাইন এবং অফলাইন দু’জায়গায় এই পলিসি পাওয়া যাবে ৷ IRDAI নির্দেশিকা অনুযায়ী, এটি একটি Immediate Annuity plan যেখানে সমস্ত পলিসি হোল্ডারদের জন্য সমান নিয়ম ও শর্ত রয়েছে ৷
advertisement

এলআইসি-র নয়া Saral Pension scheme www.licindia.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে কিনতে পারবেন ৷ প্ল্যানের নিয়ম অনুযায়ী, প্রতি বছর minimum Annuity ১২০০০ টাকা ৷ প্ল্যানের সময় ও মূল্য সমস্ত কিছু পলিসি হোল্ডারের বয়সের উপর নির্ভর করবে ৷ এই পলিসি ৪০ থেকে ৮০ বছর বয়সের যে কোনও ব্যক্তি নিতে পারবেন ৷

মান্থলি পেনশনের সুবিধা নিতে চাইলে প্রতি মাসে কম পক্ষে ১ হাজার টাকা জমা করতে হবে ৷ ত্রৈমাসিক পেনশনের জন্য ৩০০০ টাকা জমা করতে হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই পলিসিতে পলিসি হোল্ডার এককালীন প্রিমিয়াম দেওয়ায় দুটি অপশন দেওয়া হবে ৷ প্রথম পলিসি হোল্ডার সারা জীবন পেনশন পাবেন ৷ এবং তাঁর মৃত্যু হলে ১০০ শতাংশ সাম অ্যাসিউর্ড নমিনি পেয়ে যাবেন ৷ দ্বিতীয় বিকল্পে পলিসি হোল্ডার সারা জীবন পেনশন পাবেন ৷ পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাঁর স্ত্রী বা স্বামী সারা জীবন পেনশন পাবেন ৷ পলিসি হোল্ডারের স্বামী বা স্ত্রীর মৃত্যুর পর নমিনিকে ১০০ শতাংশ সাম অ্যাসিউর্ড দেওয়া হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC-র নতুন প্ল্যান! একবার প্রিমিয়াম দিয়ে সারা জীবন পেয়ে যাবেন ১২,০০০ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল