আজকের সময়ে অনেকেই খুব দ্রুত চাকরি পরিবর্তন করে থাকেন। নতুন কোম্পানিতে UAN নম্বর পরিবর্তন না করে পিএফ অ্যাকাউন্ট খোলা যায়। তবে পুরনো কোম্পানির অ্যাকাউন্ট থেকে পাওয়া টাকা নতুন পিএফ অ্যাকাউন্টে যোগ করা যায় না। ফলে গ্রাহকের সুদের লোকসান হয়। এই কারণে চাকরি পরিবর্তন করার পর EPFO ওয়েবসাইটে গিয়ে সমস্ত পিএফ অ্যাকাউন্টগুলো মার্জ করা উচিত। ভারত সরকার বর্তমানে পিএফ অ্যাকাউন্টে বার্ষিক ৮.১ শতাংশ হারে সুদ প্রদান করছে।
advertisement
আরও পড়ুন: এসএসসি নিয়ে মারাত্মক পরিকল্পনা, প্রসন্ন গ্রেফতার হতেই মাথায় আকাশ ভেঙে পড়ল পার্থর!
ইউএএন সক্রিয় করতে হবে
পিএফ অ্যাকাউন্ট মার্জ করার জন্য প্রথমে ইউএএন (UAN) অ্যাকটিভেট করতে হবে। ইপিএফও-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে UAN ট্যাবে ক্লিক করে এটিকে সক্রিয় করতে হবে। এর পরে ইউএএন নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর জাতীয় সমস্ত তথ্য প্রদান করতে হবে। সমস্ত স্টেপগুলি সম্পূর্ণ করলে একটি পিন তৈরি হবে এবং ইউএএন সক্রিয় হয়ে যাবে।
আরও পড়ুন: রবিবার থাকবেন একেবারে অন্য মেজাজে, প্ল্যান জানিয়ে দিলেন দিলীপ ঘোষ!
কীভাবে ইউএএন সক্রিয় করা যাবে?
পুরনো এবং নতুন পিএফ অ্যাকাউন্ট মার্জ করতে প্রথমে ইপিএফও-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
এরপর সার্ভিস ট্যাবে গিয়ে ওয়ান অ্যাপ্লাই-ওয়ান পিএফ অপশনে ক্লিক করতে হবে।
একটি ফর্ম সামনে আসবে যার মাধ্যমে দুটি অ্যাকাউন্ট মার্জ করা হবে।
এইখানে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে।
এরপর ইউএএন এবং বর্তমান পিএফ অ্যাকাউন্ট আইডি দিতে হবে।
সমস্ত তথ্য সঠিক ভাবে দেওয়ার পর একটি মোবাইল নম্বর দিতে হবে যেখানে ওটিপি আসবে।
ওটিপি দেওয়ার পর পুরনো পিএফ অ্যাকাউন্ট দেখা যাবে।
পুরনো অ্যাকাউন্ট আসার পর ডিক্লেয়ারেশন অপশনে ক্লিক করতে হবে।
সমস্ত তথ্য ভেরিফিকেশন হওয়ার কিছু দিনের মধ্যেই দুটি অ্যাকাউন্ট মার্জ হয়ে যাবে।