TRENDING:

ITR File: ITR ফাইল করার সময় করবেন না এই ৫টি ভুল, সচেতন হন এখনই!

Last Updated:

ITR File: আজ এমন পাঁচটি ভুলের বিষয়ে জানবো যেগুলো না করলে নোটিশ আসার পরিবর্তে আরও বেশি কর ছাড় পাওয়া যেতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের সময় এসেছে ITR ফাইল করার। এই মাসে শেষ হচ্ছে ট্যাক্স রিটার্ন ফাইল করার সময়সীমা। ২০২১-২২ আর্থিক বছরের জন্য ট্যাক্স রিটার্ন ফাইল করার শেষ তারিখ হল ৩১ জুলাই। ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় অনেক ব্যক্তি কিছু ভুল করে ফেলেন এবং এই ভুলের জন্য তাদের নোটিশ পাঠানো হয়ে থাকে। আজ এমন পাঁচটি ভুলের বিষয়ে জানবো যেগুলো না করলে নোটিশ আসার পরিবর্তে আরও বেশি কর ছাড় পাওয়া যেতে পারে।
অত্যন্ত জরুরি
অত্যন্ত জরুরি
advertisement

ট্যাক্স ডিডাকশন ক্রেডিট গ্রহণ না করা

কখনও কখনও প্রত্যাশার চেয়ে কম রিফান্ড পাওয়া যায়। অনেক সময় বকেয়া রিফান্ডের পরিবর্তে ডিমান্ড নোটিশও পাঠানো হয়। সাধারণত টিডিএস কাটার জন্য বকেয়া ক্রেডিট দেওয়া হয় না। TaxBuddy.com-এর সুজিত বাঙ্গার বলেছেন, পেশাদার রসিদকে বেতনের সঙ্গে যুক্ত করে দেখালে ক্রেডিটের পরিবর্তে নোটিশ পেতে হবে।

নিয়মিত আয় বনাম অনুমানমূলক আয়

advertisement

কোনও ব্যক্তির নিয়মিত ট্রেডিং থেকে লাভ এবং অনুমানমূলক লেনদেন থেকে ক্ষতি হলে এই লাভ ও ক্ষতিকে বাতিল করা যাবে না। এমন করলে সেই ব্যক্তিকে নোটিশ পাঠানো হবে।

আরও পড়ুন: নেপাল থেকে পালিয়ে ৫ কিশোর এল হাওড়ায়, উদ্দেশ্য শুনলে চমকে উঠবেন! বলে কী ওরা!

ব্যাঙ্কের বৈধতা

আইটিআর রিফান্ড পেতে দেরি হওয়ার তৃতীয় এবং সবচেয়ে সাধারণ কারণ হল সময় মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টের বৈধকরণ না হওয়া। তাই আগের থেকে নিশ্চিত করতে হবে যে PAN ও Aadhaar-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করা আছে কি না, এর ফলে রিফান্ড তাড়াতাড়ি পাওয়া যায়।

advertisement

ফর্ম ১৬ ছাড়া ট্যাক্স ছাড় পাওয়া সম্ভব নয়

বেতনভোগী ব্যক্তিদের ধারণা যে ফর্ম ১৬ ছাড়া অন্য কোনো জায়গা থেকে ট্যাক্স ছাড় পাওয়া সম্ভব নয়। তবে এই ধারণা ভুল। দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ করা হয় যার উপর কর ছাড়ের দাবি করা যেতে পারে। উদাহরণস্বরূপ, সন্তানের টিউশন ফি অথবা RTPCR পরীক্ষা করার জন্য ৫০০০ টাকা পর্যন্ত কর ছাড়ের দাবি করা যেতে পারে।

advertisement

আরও পড়ুন: মারকাটারি ব্যাপার! ভুবন বাদ্যকর খেলবেন 'চু কিত কিত', সঙ্গে আলুপোস্ত গার্ল রিম্পি!

ভুল আইটিআর ফর্ম নির্বাচন

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

ভুল আইটিআর ফর্ম নির্বাচন করার ফলেও সমস্যার সৃষ্টি হয়ে থাকে। উদাহরণস্বরূপ, যদি কোনও ব্যক্তির কাছে একের অধিক সম্পত্তি থাকে তবে সেই ব্যক্তি ITR-1 ফর্ম ফাইল করতে পারবেন না। তাই সঠিক তথ্য জেনে নেওয়ার পর সঠিক আইটিআইআর ফর্মটি বেছে নেওয়া উচিত।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ITR File: ITR ফাইল করার সময় করবেন না এই ৫টি ভুল, সচেতন হন এখনই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল