TRENDING:

Employees Salary: ১ এপ্রিল থেকে ৩০ দিনের সমান গ্র্যাচুইটি মিলবে? জানিয়ে দিলেন শ্রমমন্ত্রী!

Last Updated:

Employees Salary: কর্মচারি সংগঠনগুলির দাবি ছিল, সরকার কর্মচারীদের বর্তমানে ১৫ দিনের বেতনের সমান গ্র্যাচুইটি দেওয়ার নিয়ম সংশোধন করে তা বাড়িয়ে ৩০ দিন করুক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ। কর্মচারীদের দীর্ঘদিনের দাবি আবারও ফিরিয়ে দিল কেন্দ্র। লাখ লাখ কর্মী যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়ে গেলেন। কর্মচারি সংগঠনগুলির দাবি ছিল, সরকার কর্মচারীদের বর্তমানে ১৫ দিনের বেতনের সমান গ্র্যাচুইটি দেওয়ার নিয়ম সংশোধন করে তা বাড়িয়ে ৩০ দিন করুক। কিন্তু এই দাবি মানেনি কেন্দ্র।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি (Rameswar Teli) রাজ্যসভায় স্পষ্ট জানিয়ে দেন, ‘কর্মচারীরা বছরে ১৫ দিনের বেতনের সমান গ্র্যাচুইটি পাবেন। তা বাড়িয়ে এখনই ৩০ দিন করা হচ্ছে না’।

আরও পড়ুন: বিরাট মুনাফা, বদলে যেতে পারে জীবন,এই ৫ স্টকে বিনিয়োগ করুন!

পাবলিক সেক্টরে পাঁচ বছরের কম সময় কাজ করছেন এমন বেসরকারি এবং চুক্তিবদ্ধ কর্মীদের গ্র্যাচুইটি নিয়ে এক প্রশ্নের জবাবে এই কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আগেই জানিয়েছেন, সামাজিক সুরক্ষা কোড ২০২০-র অধীনে কোনও কর্মচারির আকস্মিক মৃত্যু বা দুর্ঘটনা বা সময়ের আগেই চাকরি থেকে অবসর নিলে গ্র্যাচুইটির জন্য ৫ বছরের অবিচ্ছিন্ন পরিষেবা সম্পূর্ণ করার প্রয়োজন হবে না।

advertisement

কেন্দ্র বহুবার বলেছে যে কোড অন সোশ্যাল সিকিউরিটি, ২০২০-র নিয়ম অনুযায়ী একজন কর্মচারী এক বছর কাজ করলেই গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী বলে বিবেচিত হবেন। তবে ১ এপ্রিল থেকে এই আইন কার্যকর হচ্ছে কি না তা নিয়ে সংশয় রয়েছে। বর্তমানে, কোনও কর্মী ৪ বছর ২৪০ দিন কাজ করলে তবেই তিনি গ্র্যাচুইটি পাওয়ার দাবিদার হন।

advertisement

আরও পড়ুন: PNB-র গ্রাহকদের জন্য বাম্পার খবর! বিনামূল্যে ৮ লক্ষ টাকার বিশাল সুবিধা

একই সঙ্গে ২০২২-এর ১ এপ্রিল থেকে প্রযোজ্য নয়া শ্রম আইনে কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ পর্যন্ত পিএফ কাটার নিয়ম আনার কথা বলা হয়েছে। এতে সামাজিক নিরাপত্তা জোরদার হাতে বেতনের পরিমাণ কমে যাবে। তবে তা বাস্তবায়ণ হবে কি না তা নিয়েও সংশয় রয়েছে। কারণ এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও নির্দেশিকা জারি করেনি সরকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গ্র্যাচুইটি কী? গ্র্যাচুইটির হিসেব করার সময়ে যত বছর চাকরি করেছেন কর্মী, তার প্রতিটির জন্য ১৫ দিনের মূল বেতন ধরা হয়। আর মাস ধরা হয় ২৬ দিনে। ফর্মুলা এ রকম - (মাসিক মূল বেতন/২৬) x ১৫ x চাকরির মেয়াদ। অর্থাৎ, কোনও ব্যক্তির যদি গ্র্যাচুইটি পাওয়ার সময় মাসিক মূল বেতন ৫০,০০০ টাকা হয় এবং তিনি ১০ বছর চাকরি করে থাকেন, সে ক্ষেত্রে তাঁর প্রাপ্য গ্র্যাচুইটি হবে: (৫০,০০০/২৬) x ১৫ x ১০= ২,৮৮,৪৬২ টাকা।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Employees Salary: ১ এপ্রিল থেকে ৩০ দিনের সমান গ্র্যাচুইটি মিলবে? জানিয়ে দিলেন শ্রমমন্ত্রী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল