TRENDING:

ভয়াবহ বন্যায় বানভাসি কেরল, ব্যাঙ্কিং পরিষেবায় নয়া নীতি নিল SBI

Last Updated:

কেরলের বানভাসি মানুষদের কথা ভেবে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক, SBI ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #তিরুঅনন্তপুরম: ভগবানের আপন দেশে প্রকৃতির ধ্বংসলীলা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কেরল। এখনও পর্যন্ত মৃত ৩৬০ জন ৷ গৃহহীন ১০ লক্ষ মানুষ ৷ ৮৭ বছরে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়নি দক্ষিণের এই রাজ্য ৷ নিপার পর বন্যার ধাক্কায় বেসামাল রাজ্যকে সাহায্যের উদ্দেশ্যে এগিয়ে এসেছে ভারতের বাকি রাজ্য সহ বিশ্বের অনেক দেশ ৷ কেরলের বানভাসি মানুষদের কথা ভেবে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক, SBI ৷
advertisement

বানভাসি মানুষদের হয়রানি কমাতে আপাতত কেরলে বিনামূল্য ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ বিবৃতি জারি করে এসবিআই জানিয়েছে, জরুরি ও গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং পরিষেবা কেরল বাসিন্দাদের আপাতত বিনামূল্যে দেওয়া হবে ৷ বন্যায় ভেসে যাওয়া পাসবুক, এটিএম কার্ড, চেক বুক এর মতো ব্যাঙ্ক নথির ডুপ্লিকেট কপি কোনওরকম চার্জ ছাড়াই ইস্যু করা হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷

advertisement

আরও পড়ুন 

এই পাঁচটি জিনিস কাছে থাকলে আপনিও হতে পারেন ‘বড়লোক’

এছাড়া কেরলবাসীদের জন্য ইএমআই পেমেন্টে দেরি হলেও কোনও জরিমানা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসবিআই ৷ CMDRF-এ পাঠানো অর্থের উপরও নেওয়া হবে না কোনও বাড়তি চার্জ ৷ এরকম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে স্বস্তি দিতে গ্রাহকদের এক্সপ্রেস ক্রেডিটও বাড়িয়ে দিয়েছে এসবিআই ৷ জলবন্দি অবস্থায় নগদের আকাল এড়াতে POS থেকেও গ্রাহকদের নগদ টাকা তোলার ব্যবস্থা করেছে ব্যাঙ্ক ৷ কেরলবাসী POS থেকে প্রতিদিন সর্বোচ্চ ২০০০ টাকা নগদ পেতে পারেন ৷

advertisement

আরও পড়ুন 

শীঘ্রই কেরলের মতো জলের তলায় যেতে চলেছে এই রাজ্যও, সতর্ক করলেন পরিবেশবিদরা

এতো গেল ব্যাঙ্কিং পরিষেবায় সুবিধা দান ৷ কেরলের বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক ৷ বানভাসীদের জন্য ত্রাণে জামাকাপড় পাঠানোর কথা ঘোষণা করেছে SBI ৷ কেরল মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডেও সাহায্য পাঠাচ্ছে এই ব্যাঙ্ক ৷ এসবিআই নিজের ২৭০,০০০ কর্মচারীকে নিজের সাধ্যমতো কেরলের জন্য আর্থিক সহায়তা করার জন্য আবেদন করেছে ৷

advertisement

বন্যায় নিজের বাড়ি-ঘর শেষ সম্বলের সঙ্গে সঙ্গে নিজেদের গুরুত্বপূর্ণ নথিও হারিয়েছে ফেলেছেন বন্যা দুর্গত মানুষেরা ৷ ব্যাঙ্ক জানিয়েছে, কোনও সরকারি নথি ছাড়াও শুধু মাত্র সাক্ষর অথবা আঙুলের ছাপের মাধ্যমে কেরলবাসীদের নতুন অ্যাকাউন্ট খুলতে সাহায্য করা হবে ৷ গত দশদিনে ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত কেরলের ১২ রাজ্য ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভাটিয়ালির সুরে ভাসছে জিয়াগঞ্জ! নিজের শহরের বাউল উৎসবে কী করলেন অরিজিৎ সিং?
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ভয়াবহ বন্যায় বানভাসি কেরল, ব্যাঙ্কিং পরিষেবায় নয়া নীতি নিল SBI