এই পাঁচটি জিনিস কাছে থাকলে আপনিও হতে পারেন ‘বড়লোক’

Last Updated:
1/7
বড়লোক হওয়ার স্বপ্ন কে না দেখে! ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বইয়ে বড়সড় অ্যামাউন্ট, বিলাস বহুল একাধিক বাড়ি, গ্যারাজে জাগুয়ার, BMW, ল্যাম্বরগিনি ৷ তবে কিছু সঠিক পরিকল্পনা মেনে চললে পূর্ণ হতে পারে আপনার স্বপ্নও ৷ এমনিতে তো বড়লোক হওয়ার আইডিয়া ছোট থেকে বড় সবাই আপনাকে দিতে থাকবে, কিন্তু তার জন্য যে কোনও তুকতাক বা সংস্কার নয়, কাজে আসবে সঠিক পরিকল্পনা ৷ ধনসম্পত্তি করতে হলে দরকার বিশেষজ্ঞের সুস্পষ্ট পরামর্শ ৷
বড়লোক হওয়ার স্বপ্ন কে না দেখে! ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বইয়ে বড়সড় অ্যামাউন্ট, বিলাস বহুল একাধিক বাড়ি, গ্যারাজে জাগুয়ার, BMW, ল্যাম্বরগিনি ৷ তবে কিছু সঠিক পরিকল্পনা মেনে চললে পূর্ণ হতে পারে আপনার স্বপ্নও ৷ এমনিতে তো বড়লোক হওয়ার আইডিয়া ছোট থেকে বড় সবাই আপনাকে দিতে থাকবে, কিন্তু তার জন্য যে কোনও তুকতাক বা সংস্কার নয়, কাজে আসবে সঠিক পরিকল্পনা ৷ ধনসম্পত্তি করতে হলে দরকার বিশেষজ্ঞের সুস্পষ্ট পরামর্শ ৷
advertisement
2/7
সবার আগে বদলাতে হবে চিন্তাধারা ৷ জীবনে আনতে হবে সঞ্চয়ের অভ্যেস ৷ সঙ্গে নিতে হবে টেকনোলজির সাহায্য ৷ আসুন জেনে নিন, কোন অ্যাপের সাহায্যে আপনিও হতে পারেন ধনবান ৷
সবার আগে বদলাতে হবে চিন্তাধারা ৷ জীবনে আনতে হবে সঞ্চয়ের অভ্যেস ৷ সঙ্গে নিতে হবে টেকনোলজির সাহায্য ৷ আসুন জেনে নিন, কোন অ্যাপের সাহায্যে আপনিও হতে পারেন ধনবান ৷
advertisement
3/7
সবার আগে ছোট থেকে বড় সমস্ত খরচের হিসাব রাখুন ৷ আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য আনতে সবার আগে দরকার হিসাব রাখার অভ্যেস ৷ এই কাজে আপনাকে সাহায্য করতে পারে MINT অ্যাপ ৷ এই অ্যাপ ব্যাঙ্ক অ্যাকাউন্টের জমা রাশি ট্র্যাক করে আপনার খরচের সীমা নির্ধারণ করে দেয় ৷ এই অ্যাপের পরামর্শে আপনার ব্যয় কমে সঞ্চয় বাড়তে বাধ্য ৷
সবার আগে ছোট থেকে বড় সমস্ত খরচের হিসাব রাখুন ৷ আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য আনতে সবার আগে দরকার হিসাব রাখার অভ্যেস ৷ এই কাজে আপনাকে সাহায্য করতে পারে MINT অ্যাপ ৷ এই অ্যাপ ব্যাঙ্ক অ্যাকাউন্টের জমা রাশি ট্র্যাক করে আপনার খরচের সীমা নির্ধারণ করে দেয় ৷ এই অ্যাপের পরামর্শে আপনার ব্যয় কমে সঞ্চয় বাড়তে বাধ্য ৷
advertisement
4/7
এরপর আসে ধার নেওয়ার প্রবণতা বন্ধ করা ৷ ধনী হতে হলে সবার আগে ধার নেওয়ার অভ্যেস বন্ধ করতে হবে ৷ লোন নেওয়ার অ্যামাউন্ট এমনই হওয়া উচিত, যা শোধ করা সহজ ৷ আয়-ব্যয় ও সঞ্চয়ের সঠিক হিসাব করে কত টাকা লোন নিলে আপনার পক্ষে শোধ করা সহজ হবে তা জানতে আপনাকে সাহায্য করতে পারে  ReadyforZero অ্যাপ ৷ এই অ্যাপ শুধু আপনার আয় নয়, বন্ধক সম্পত্তি, ক্রেডিট কার্ড ও আগের নেওয়া লোন সমস্ত হিসেব কষে নতুন লোন নেওয়া বা শোধ করার ব্যাপারে একদম সঠিক পরামর্শ দেন ৷
এরপর আসে ধার নেওয়ার প্রবণতা বন্ধ করা ৷ ধনী হতে হলে সবার আগে ধার নেওয়ার অভ্যেস বন্ধ করতে হবে ৷ লোন নেওয়ার অ্যামাউন্ট এমনই হওয়া উচিত, যা শোধ করা সহজ ৷ আয়-ব্যয় ও সঞ্চয়ের সঠিক হিসাব করে কত টাকা লোন নিলে আপনার পক্ষে শোধ করা সহজ হবে তা জানতে আপনাকে সাহায্য করতে পারে ReadyforZero অ্যাপ ৷ এই অ্যাপ শুধু আপনার আয় নয়, বন্ধক সম্পত্তি, ক্রেডিট কার্ড ও আগের নেওয়া লোন সমস্ত হিসেব কষে নতুন লোন নেওয়া বা শোধ করার ব্যাপারে একদম সঠিক পরামর্শ দেন ৷
advertisement
5/7
মেনটন করুন রোজকার রুটিন ৷ দুনিয়ার ৮৫ শতাংশ ধনী মানুষ প্রতিদিনের To-do-List অনুসরণ করেন এবং ৭০ শতাংশ মানুষ সেই টার্গেট প্রতিদিন পূর্ণও করেন ৷ এই কাজে আপনার একদম সঠিক পার্টনার হতে পারে Sunrise অ্যাপ ৷ এই অ্যাপ আপনাকে প্রতিনিয়ত পূর্ব নির্ধারিত মিটিং, গুরুত্বপূর্ণ কাজ এবং বাকি পড়ে থাকা কাজগুলিও মনে করাতে থাকে ৷
মেনটন করুন রোজকার রুটিন ৷ দুনিয়ার ৮৫ শতাংশ ধনী মানুষ প্রতিদিনের To-do-List অনুসরণ করেন এবং ৭০ শতাংশ মানুষ সেই টার্গেট প্রতিদিন পূর্ণও করেন ৷ এই কাজে আপনার একদম সঠিক পার্টনার হতে পারে Sunrise অ্যাপ ৷ এই অ্যাপ আপনাকে প্রতিনিয়ত পূর্ব নির্ধারিত মিটিং, গুরুত্বপূর্ণ কাজ এবং বাকি পড়ে থাকা কাজগুলিও মনে করাতে থাকে ৷
advertisement
6/7
বড়লোক হওয়ার জন্য প্রস্তুতি পর্বেই ঠিক করে নিতে হবে নিজের লক্ষ্য ৷ বিলিয়েনিয়ার বা মিলেনিয়ার ব্যক্তিরা প্রথম থেকে নিজের লক্ষ্য ঠিক করে নেন এবং তাঁকে ছোঁওয়ার জন্যই শুরু করেন পরিকল্পনা ৷ আগের রাতে শুতে যাওয়ার আগে যেন তৈরি থাকে পরেরদিন সকালের কাজের রুটিন ৷ এই কাজে সাহায্য করতে পারে Sociidot অ্যাপ ৷ এই অ্যাপ আপনার নির্ধারিত লক্ষ্য অনুযায়ী প্রতিদিনের কাজের একটি অ্যাকশন ম্যাপ তৈরি করে ৷ তা মেনে চললে বড়লোক হওয়ার লক্ষ্যে পৌঁছনো শুধু মাত্র সময়ের অপেক্ষা ৷
বড়লোক হওয়ার জন্য প্রস্তুতি পর্বেই ঠিক করে নিতে হবে নিজের লক্ষ্য ৷ বিলিয়েনিয়ার বা মিলেনিয়ার ব্যক্তিরা প্রথম থেকে নিজের লক্ষ্য ঠিক করে নেন এবং তাঁকে ছোঁওয়ার জন্যই শুরু করেন পরিকল্পনা ৷ আগের রাতে শুতে যাওয়ার আগে যেন তৈরি থাকে পরেরদিন সকালের কাজের রুটিন ৷ এই কাজে সাহায্য করতে পারে Sociidot অ্যাপ ৷ এই অ্যাপ আপনার নির্ধারিত লক্ষ্য অনুযায়ী প্রতিদিনের কাজের একটি অ্যাকশন ম্যাপ তৈরি করে ৷ তা মেনে চললে বড়লোক হওয়ার লক্ষ্যে পৌঁছনো শুধু মাত্র সময়ের অপেক্ষা ৷
advertisement
7/7
বড়লোক হওয়ার জন্য সবার আগে দরকার মস্তিষ্ক ৷ নিজের ব্রেনকে সবসময় অ্যালার্ট না রাখলে শত পরিকল্পনা সত্ত্বেও নিজের লক্ষ্যে কখনই সফল হওয়া যায় না ৷ মন শান্ত রেখে মাথাকে স্থির রাখতে প্রতিদিন যোগা বা মেডিটেশনকে নিজের রুটিনে সামিল করুন ৷ তবে সময়ের অভাব থাকলে মানসিক শান্তি ও এক্সারসাইজের জন্য নিতে পারেন Headspace অ্যাপের সাহায্য ৷ টেনশন কমিয়ে মনকে শান্ত করতে এই অ্যাপের জুড়ি নেই ৷
বড়লোক হওয়ার জন্য সবার আগে দরকার মস্তিষ্ক ৷ নিজের ব্রেনকে সবসময় অ্যালার্ট না রাখলে শত পরিকল্পনা সত্ত্বেও নিজের লক্ষ্যে কখনই সফল হওয়া যায় না ৷ মন শান্ত রেখে মাথাকে স্থির রাখতে প্রতিদিন যোগা বা মেডিটেশনকে নিজের রুটিনে সামিল করুন ৷ তবে সময়ের অভাব থাকলে মানসিক শান্তি ও এক্সারসাইজের জন্য নিতে পারেন Headspace অ্যাপের সাহায্য ৷ টেনশন কমিয়ে মনকে শান্ত করতে এই অ্যাপের জুড়ি নেই ৷
advertisement
advertisement
advertisement