TRENDING:

Landlord Engineer: বাড়িওয়ালা ইঞ্জিনিয়ার! নিজের বাড়ির ঘরগুলি বিভিন্ন জনকে ভাড়া দিয়ে প্রতি মাসে ৯ লক্ষ টাকার বেশি উপার্জন এই যুবকের

Last Updated:

Landlord Engineer: গোটা বাড়ি সাধারণত একজন ছাত্রকে ভাড়া দেওয়া হয় না৷ তখন থেকেই এই আইডিয়া তাঁর বেশ পছন্দ হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
৩৩ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী করুণ ভিজ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং৷ তার কারণ জানেন? তিনি নিজের বাড়ির ঘরগুলি ভাড়া দিয়ে প্রতি মাসে ৯ লক্ষ টাকারও বেশি উপার্জন করেন৷ জানা গিয়েছে, করুণ সব সময় নিজের ভূসম্পত্তি করতে চাইতেন৷ কানাডায় ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তিনি খেয়াল করেন সেখানে বাড়ির প্রতিটি ঘর আলাদা আলাদা করে ভাড়া দেওয়া হয়৷ গোটা বাড়ি সাধারণত একজন ছাত্রকে ভাড়া দেওয়া হয় না৷ তখন থেকেই এই আইডিয়া তাঁর বেশ পছন্দ হয়৷
করুণ কিন্তু সম্পূর্ণ বাড়িওয়ালার পেশায় পা রাখেননি
করুণ কিন্তু সম্পূর্ণ বাড়িওয়ালার পেশায় পা রাখেননি
advertisement

২০১৬ সালে কানাডার অন্টারিওতে প্রথম নিজের বাড়ি কেনেন ২৬ বছর বয়সি করুণ৷ ৭ জন কলেজছাত্রকে ভাড়া দেন বাড়ির বিভিন্ন ঘর৷ এই ভাবে ঘর ভাড়া নেওয়া পড়ুয়াদের পক্ষেও সুবিধেজনক হয়৷ খরচ বেশিও পড়ে না৷ আবার নেহাত সস্তার মন্দ বন্দোবস্তও নয়৷

তবে করুণ কিন্তু সম্পূর্ণ বাড়িওয়ালার পেশায় পা রাখেননি৷ স্নাতক হওয়ার পর চাকরি শুরু করেন অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে৷ বর্তমানে তিনি আমেরিকার এক সংস্থায় সেলস ম্যানেজার৷ বেতন এবং ঘরভাড়ার টাকা জমিয়ে তিনি দক্ষিণ অন্টারিওতে আরও ভূসম্পত্তি কিনতে শুরু করেন৷ বর্তমানে কানাডায় মোট চারটি বাড়ি আছে করুণের৷ ৪ টি বাড়ির ২৮ টি ঘর তিনি বিভিন্ন জনকে ভাড়া দিয়েছেন৷ এখন প্রতি মাসে তাঁর উপার্জন ভারতীয় মুদ্রায় ৯ লক্ষেরও বেশি৷

advertisement

আরও পড়ুন : কা‍ঞ্চনজঙ্ঘার পাশে বরফে ঢাকা ১২ হাজার ফুট উঁচু পাহাড়ে রয়্যাল বেঙ্গল টাইগার

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শুধুই অর্থোপার্জন নয়৷ বাড়িওয়ালা হওয়ার অসুবিধেও প্রচুর বলে মত করুণের৷ সব সময় ভাড়াটের কাছ থেকে অভাব অভিযোগ জানিয়ে ফোন আসতে থাকে৷ রাত ৩ টের সময়ও ফোনে ভাড়াটের আর্জি শুনতে হয়েছে তাঁকে৷ কিন্তু এত সব কিছুর পরও বাড়ি বিক্রি করবেন না করুণ৷ আপাতত থাকতে চান বাড়িওয়ালা হয়েই৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Landlord Engineer: বাড়িওয়ালা ইঞ্জিনিয়ার! নিজের বাড়ির ঘরগুলি বিভিন্ন জনকে ভাড়া দিয়ে প্রতি মাসে ৯ লক্ষ টাকার বেশি উপার্জন এই যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল